LIVE: হৃদরোগে আক্রান্ত বিজেপি নেতা শাহনাওয়াজ হুসেন, ভর্তি লীলাবতী হাসপাতালে

LIVE: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। 

Last Updated: Tuesday, September 26, 2023 - 21:28
LIVE: হৃদরোগে আক্রান্ত বিজেপি নেতা শাহনাওয়াজ হুসেন, ভর্তি লীলাবতী হাসপাতালে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবরগুলি শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)  

 

26 September 2023, 21:30 PM

আগামী ২২ জানুয়ারি বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হতে পারে রাম মন্দিরে। আসবেন প্রধানমন্ত্রী। এমনটাই খবর সূত্রে।
 

26 September 2023, 21:30 PM

হৃদরোগে আক্রান্ত বিজেপি নেতা শাহনাওয়াজ হুসেন। তাঁকে ভর্তি করা হয় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে।

 

26 September 2023, 15:15 PM

দেব আনন্দের বিপরীতে বলিউডে পা রাখেন ওয়াহিদা রহমান(Wahida Rahman)। তাঁরই শতবর্ষের জন্মদিনে সুখবর পেলেন অভিনেত্রী। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ঘোষণা করেন যে এবছর দাদা সাহেব ফালকে পুরস্কার(Dadasaheb Phalke Lifetime Achievement Award) পাচ্ছেন ওয়াহিদা রহমান। ৮৫ বছর বয়সে জীবনকৃতি সম্মানে সম্মানিত হতে চলেছেন বর্ষীয়ান অভিনেত্রী।

26 September 2023, 14:15 PM

ডেঙ্গি পরিস্থিতি নিয়ে অনলাইন ক্লাসের ভাবনা জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের

26 September 2023, 13:30 PM

ডাক্তাররা ডেঙ্গি লিখতে ভয় পাচ্ছেন কেন?: শুভেন্দু অধিকারী

26 September 2023, 12:00 PM

প্রিজন ভ্যানে উঠলেও সেখান থেকে নেমে আসেন বিরোধী দলনেতা। 

26 September 2023, 12:00 PM

আচমকা স্বাস্থ্য ভবন অভিযান করেন বিরোধী দলনেতা 

26 September 2023, 12:00 PM

বিরোধী নেতাদের প্রিজন ভ্যানে তোলা হল স্বাস্থ্য ভবনের সামনে থেকে

26 September 2023, 12:00 PM

ডেপুটেশন দিতে এসেছিলেন বলে দাবি বিরোধী দলনেতার

26 September 2023, 12:00 PM

ডেঙ্গির আসল সংখ্যা লুকাতে চাইছে রাজ্য: শুভেন্দু অধিকারী

26 September 2023, 12:00 PM

স্বাস্থ্য ভবনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

26 September 2023, 12:00 PM

ভারত-কানাডা কূটনৈতিক উত্তেজনার মধ্যেই, মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে তারা শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে কানাডিয়ান তদন্তে সহযোগিতা করার জন্য ‘প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবে’ ভারত সরকারকে অনুরোধ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র আরও বলেছে যে তদন্ত অবশ্যই এগিয়ে যেতে হবে এবং অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

26 September 2023, 12:00 PM

হরদীপ সিং নিজ্জার হত্যা মামলার তদন্তকারী কানাডিয়ান পুলিস একটি বড় বিবৃতি দিয়েছে। তাঁরা বলেছে যে ঘটনার তদন্ত এখনও শেষ হয়নি।

26 September 2023, 12:00 PM

ডাঃ শি ঝেংলি, একজন বিখ্যাত চিনা ভাইরোলজিস্ট। তিনি ‘ব্যাটওম্যান’ নামেও পরিচিত। পশু থেকে উৎপত্তি হয় এমন ভাইরাসগুলির বিষয়ে বিস্তৃত অধ্যয়নের জন্য তাঁকে এই নামে ডাকা হয়। তিনি একটি নতুন করোনভাইরাসের সম্ভাব্য উত্থানের বিষয়ে একটি সতর্কতামূলক কথা জানিয়েছেন। ডাঃ শি কোভিড-১৯ মহামারীর বিধ্বংসী প্রভাব থেকে শিক্ষা নিয়ে বিশ্বব্যাপী প্রস্তুতির আহ্বান জানিয়েছেন।