Live: কে জেতাবে আপনাকে? ৬২ হাজারেও ভোট কাটব: Suvendu

Last Updated: Tuesday, January 19, 2021 - 16:23
Live: কে জেতাবে আপনাকে? ৬২ হাজারেও ভোট কাটব: Suvendu

19 January 2021, 16:15 PM

দিদি ভবানীপুরে ভয় পেয়েছেন। মমতা ব্যানার্জি সরকার, আর নেই দরকার। পিসি ভাইপোর সরকার, আর নেই দরকার।

19 January 2021, 16:15 PM

জনসভায় বক্তব্য রাখছেন বাবুল সুপ্রিয়।

শুভেন্দু বলছেন, নন্দীগ্রামে মমতা হারবেন। ছোট্ট ভুল করেছে ৫৯০ হাজার ভোটে হারবেন বলে। ৫৬৭২৬ ভোটে হারবেন।

19 January 2021, 16:00 PM

দুই জায়গায় দাঁড়াতে দেব না। প্রাক্তন এমএলএ, প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখা লেটার প্যাড ছাপিয়ে রাখুন। 

 

19 January 2021, 16:00 PM

কী বলছেন? নন্দীগ্রামে দাঁড়াবেন বলেছেন। হ্যাঁ, এক জায়গায় দাঁড়াতে হবে। নন্দীগ্রামেই দাঁড়াতে হবে। তৃণমূলের প্রার্থী মঞ্চেই ঠিক হয়। আমি বিজেপি করি। বিজেপির প্রার্থী মঞ্চে ঠিক হয় না।

19 January 2021, 16:00 PM

নন্দীগ্রামের আন্দোলনকে স্বীকার করেননি। মর্যাদা দেননি। যদি দিতেন, তাহলে ইতিহাস বই-এ সিঙ্গুরে মতো নন্দীগ্রামে কথা বই-তে রাখতেন।

19 January 2021, 16:00 PM

কাল মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন। উনি রাজনৈতিক হতাশাগ্রস্থ. উদভ্রান্ত। ওই সভায় সাধারণ মানুষ যায়নি। ওই সভা আসাউদ্দিন ওয়াইসির সভা। 

 

19 January 2021, 16:00 PM

পাঁচ জায়গায় হামলা হয়েছে। পুলিস ব্যস্ত ছিল, মাননীয়াকে পুরুলিয়ায় পাঠাতে। বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছেন। গাড়ি ভাঙচুর হয়েছে। 

19 January 2021, 16:00 PM

জনসভায় বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী।

19 January 2021, 15:45 PM

তিনি নিজেই নাকি ২৯৪টি আসনে প্রার্থী। নন্দীগ্রামে দাঁড়াবেন, ভবানীপুরে দাঁড়াবেন, পুরুলিয়ায় যাবেন! মানুষ টা টা বাই বাই করে দিয়েছে।

 

19 January 2021, 15:45 PM

জনসভায় বক্তব্য রাখছেন লকেট চট্টোপাধ্যায়।

মেদিনীপুরে পদ্ম, মমতা তুমি জব্দ। নন্দীগ্রামে যাঁরা গুলি চালিয়েছিল, সেইসব পুলিসের পদোন্নতি হয়েছে। ইতিহাস কেউ ভুলে যায়নি। 

19 January 2021, 15:45 PM

একুশের নির্বাচনে নন্দীগ্রামে নিজেকেই প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। খেজুরিতে আজ পাল্টা জনসভা শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামে কি তাহলে মমতা বনাম শুভেন্দু? কী বার্তা দেবেন শিশির-পুত্র? সেদিকেই নজর রাজনৈতিক মহলের।