WB Assembly Election 2021 LIVE: কোনও হিন্দু-মুসলিম নিজেরা গন্ডগোল করবেন না, আমরা এক: মমতা

Last Updated: Saturday, April 3, 2021 - 12:48
WB Assembly Election 2021 LIVE: কোনও হিন্দু-মুসলিম নিজেরা গন্ডগোল করবেন না, আমরা এক: মমতা
ফাইল চিত্র

3 April 2021, 12:45 PM

কুলপির জনসভায় মমতা

* মাঝে মাঝে ঘৃণা হয়, কোন বাংলায় আছি। লজ্জা করে না ৫০০ টাকা নিয়ে বিজেপির মিটিং শুনতে যাব? 
* ওদের হাত রক্তে রাঙা। চোখ দিয়ে রক্ত বেরোয়।
* বাংলার মানুষ মাথা নত করে না।
* আমার পা টা ড্যামেজ করে দিয়েছে। 
* দু-দিন পর ব্যাঙ্ক থেকে টাকা পাবেন না। নোটবন্দির মতো ব্যাঙ্ক বন্ধ হয়ে যাবে।
* বাংলাদেশ ঘুরে এলেন, গুন্ডা আমদানি করতে গেছে। ওখানে থেকেও নিশ্চই কিছু নিয়ে আসবেন।

 

3 April 2021, 12:00 PM

* ওদের বলবেন আগে গ্যাস ফ্রি দাও তারপর। 
* ক্যাশ দিলে অ্যাশ করে দিন। যা হয়ে যাক তৃণমূলে ভোট দিন। 
* এরমতো নচ্ছার, দানব পার্টি আর নেই। বাংলা ওদের খালি করলেই দেশ ওদের খালি করে দেবে।

3 April 2021, 12:00 PM

* বিজেপিকে আর চাই না।

* নন্দীগ্রামে আমার ভোট খুব ভালো হয়েছে। ওর যা করেচিল। মানুষ রুখে দাঁড়িয়েছেন। 

 

3 April 2021, 11:45 AM

* বিজেপি পুলিসের ড্রেস পরিয়ে ফেক পুলিস নিয়ে যাচ্ছে। গ্রামের লোককে ভয় দেখাচ্ছে। ওদের কথা শুনবেন না। ভোটের পর ওরা পালাবে। আমরা বাংলার লোক, আমরাই থাকব।
* তৃণমূল কংগ্রেসের সরকার ১০ বছরে যা করেছে কোনও সরকার কোনওদিন তা করতে পারেনি, করবে না।
* সংখ্যালঘু এলাকায় কেউ অত্যাচার করতে এলে সবাই মিলে আজানের ধ্বনি দেবেন। দেখবেন সব চুপ করে গেছে। কোনও হিন্দু-মুসলমান অশান্তি করবে না, আমরা একসঙ্গে থাকি। এক সঙ্গে দুর্গাপুজো করি, একসঙ্গে কালিপুজো করি। একসঙ্গে ইফতার করি। 

3 April 2021, 11:30 AM

Mamata Banerjee LIVE Update:

* দেবশ্রী রায়কে নিয়ে ক্ষোভ ছিল, তাই ওকে প্রার্থী করিনি। আর সেই রাগেই ও বিজেপিতে যোগ দিয়েছে। কলকাতা থেকে এত দূরে আসতে পারত না।
* আগে সুন্দরবনের দিকে কেউ ফিরেও তাকাতো না। এখন অনেক উন্নতি হয়েছে
* যাঁরা স্বাস্থ্যসাথী পাননি, তাঁদের ঘরে ঘরে পৌঁছে দেব।
* আমপানে কেউ ছিল না। আমি রাত জেগে পাহারা দিয়েছি। যাঁরা সাহায্য পাননি আমি দেব কথা দিচ্ছি
* সংখ্যালঘু ভাই-বোনেদের বলব হায়দরাবাদ থেকে বিজেপির এক বন্ধু এসেছে। আর ফুরফুরা শরিফের এক চ্যাঙড়াকে নিয়ে সে কয়েক কোটি টাকা খরচ করে কমিউনাল স্লোগান দিচ্ছে। আর হিন্দু মসলমানে ভাগাভাগির চেষ্টা করছে। আর মুসলমানের ভোটটাকেও ভাগাভাগির চেষ্টা করছে।
* নন্দীগ্রামের গ্রামগুলোতে গিয়ে বিজেপি হুমকি দিয়েছে। মেয়ে-বাচ্চা তুলে নিয়ে যাওয়ার ভয় দেখিয়েছে।