WB Assrmbly Election LIVE: দিদি যেখানেই যান সেখানেই ভয় দেখান, খেলা হবে

Last Updated: Thursday, March 25, 2021 - 14:23
WB Assrmbly Election LIVE: দিদি যেখানেই যান সেখানেই ভয় দেখান, খেলা হবে

25 March 2021, 14:15 PM

ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের সভায় অমিত শাহর প্রশ্ন, আপানাদের ঘরে পাইপের মাধ্যমে জল আসে কি? আসে না......তাহলে বিজেপি ক্ষমতায় আনুন। পাঁচ বছরের মধ্যে জলের ব্যবস্থা করে দেব।

জঙ্গলমহলে এইমস তৈরি করে দেব। কলকাতায় যেতে হবে না।

দিদি যেখানেই যান সেখানে সাধারণ মানুষকে ভয় দেখান। বলেন খেলা হবে।  বাংলার ছোট বাচ্চা রোজ ফুটবল খেলে। আপনার খেলা হবে স্লোগানে ভ পায় না। 

25 March 2021, 14:15 PM

ঝাডগ্রামের গোপীবল্লভপুরের সভায় অমিত শাহর প্রশ্ন, আপানাদের ঘরে পাইপের মাধ্যমে জল আসে কি? আসে না......তাহলে বিজেপি ক্ষমতায় আনুন। পাঁচ বছরের মধ্যে জলের ব্যবস্থা করে দেব।

জঙ্গলমহলে এইমস তৈরি করে দেব। কলকাতায় যেতে হবে না।

25 March 2021, 14:15 PM

পুরুলিয়ার পর ঝাড়গ্রামের সভায় অমিত শাহ

25 March 2021, 13:45 PM

বনাঞ্চল থেকে যে পণ্য বিক্রি হয় তার নূন্যতম সমর্থন মূল্য দেওয়া হবে।  

একটা কথা বলুন, কাটমানি নিয়ে আপনারা বিরক্ত কিনা। কাটমানি বন্ধ করতে হলে  বিজেপিতে জেতাতে হবে। আদিবাসী মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে। আমরা বলেছি, রেল-বাসে মহিলাদের কোনও ভাড়া লাগবে না।  আদিবসীদের শিশুদের শিক্ষা ফ্রি করে দেওয়া হবে।

দিদির সরকার বদলে দিন, অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হবে।

শরনার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। 

ভোটের দিন দিদির গুন্ডারা আপনাদের ভয় দেখায়। এবার আপনারা নির্ভয়ে ভোট দিন। এবার বুথে থাকবে প্যারা মিলিটারি।দিদির গুন্ডারা কিছু করতে পারবে না।  

দিদি চান ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে। বলুন ভাইপোকে মুখ্যমন্ত্রী চান নাকি শুদ্ধ জল চান? এর জন্য বিজেপি সরকার গড়তে হবে।

25 March 2021, 13:45 PM

ক্ষমতায় এলে জঙ্গলমহলের প্রতি ঘরে একজনকে চাকরি দেওয়া হবে।

বনাঞ্চল থেকে যে পণ্য বিক্রি হয় তার নূন্যতম সমর্থন মূল্য দেওয়া হবে।  

একটা কথা বলুন, কাটমানি নিয়ে আপনারা বিরক্ত কিনা। কাটমানি বন্ধ করতে হলে  বিজেপিতে জেতাতে হবে। আদিবাসী মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে। আমরা বলেছি, রেল-বাসে মহিলাদের কোনও ভাড়া লাগবে না।  আদিবসীদের শিশুদের শিক্ষা ফ্রি করে দেওয়া হবে।

দিদির সরকার বদলে দিন, অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হবে।

শরনার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। 

ভোটের দিন দিদির গুন্ডারা আপনাদের ভয় দেখায়। এবার আপনারা নির্ভয়ে ভোট দিন। এবার বুথে থাকবে প্যারা মিলিটারি।দিদির গুন্ডারা কিছু করতে পারবে না।  

25 March 2021, 13:30 PM

নরেন্দ্র মোদী ১৩ কোটিরও বেশি ঘরে গ্যসের সিলিন্ডার দিয়েছেন। আড়াই কোটি মানুষকে ঘর দিয়েছেন। ১০ কোটি মানুষের ঘরে টয়লেট বানিয়ে দিয়েছেন। ১১ কোটি মানুষের ঘরে বিদ্যুত্ পৌঁছে দিয়েছেন। ৬০ কোটি মানুষকে স্বাস্থ্য বিমা দিয়েছেন। আর দিদি, স্বাস্থ্য বিমা আপনাদের ঘরে পৌঁছাতে দেন না।

দিদি মনে করেন স্বাস্থ্য বিমা মানুষ পেলে মোদীজি জনপ্রিয় হয়ে যাবেন। কতদিন রুখবেন দিদি? আপনাদের বলতে চাই, ২ মের পর বাংলায় বিজেপি সরকার হলে আপানাদের ৫ লাখ টাকা বিমা দেওয়া হবে।

কৃষকদের অ্য়াকাউন্টে ১৮,০০০ টাকা দেওয়ার কাজ এই বিজেপি করেছে। 

জঙ্গলমহলের বিকাশের জন্য জঙ্গলমহল বোর্ড তৈরির সিদ্ধান্ত নিয়েছি আমরা।

আপনাদের গুরুতর অসুখ করলে কলকাতা যেতে হয়।  সেই সমস্য়া  সমাধানে জঙ্গলমহলে তৈরি হবে এইমস।

25 March 2021, 13:30 PM

স্কিম চাইলে মোদীজিকে ভোট দিতে হবে। আর স্ক্যাম চাইলে তৃণমূলের অপদার্থ সরকারকে জেতান।

নরেন্দ্র মোদী ১৩ কোটিরও বেশি ঘরে গ্যসের সিলিন্ডার দিয়েছেন। আড়াই কোটি মানুষকে ঘর দিয়েছেন। ১০ কোটি মানুষের ঘরে টয়লেট বানিয়ে দিয়েছেন। ১১ কোটি মানুষের ঘরে বিদ্যুত্ পৌঁছে দিয়েছেন। ৬০ কোটি মানুষকে স্বাস্থ্য বিমা দিয়েছেন। আর দিদি, স্বাস্থ্য বিমা আপনাদের ঘরে পৌঁছাতে দেন না।

25 March 2021, 13:15 PM

মোদী দেশের গরিব মানুষের জন্য ১১৫ বেশি প্রকল্প চালু করেছেন।  আর দিদি ১০০ বেশি স্ক্যাম নিয়ে এসেছেন।

এখন আপনাদের ঠিক করতে হবে, আপনাদের স্কিম চাই নাকি স্ক্য়াম চাই।  

25 March 2021, 13:00 PM

পুরুলিয়ায় ৫ শতাংশে কম মানুষের ঘরে পাইপে জল আসে। অনেক দূর থেকে এখানকার মা-বোনদের জল আনতে হয়। মোদীজি এই বিষযটি খুব ভালো জানেন। 

এখানে শিল্প আনার পরিবেশ নষ্ট করেছিল বামপন্থীরা।  দিদিও এখান থেকে শিল্পকে তাড়ানোর ব্যবস্থা করছে। 

একসময় এখানে বিরাট বড় সিল্ক কারখানা ছিল। দুনিয়ার বিভিন্ন জায়গায় সেই সিল্ক যেত। সিপিএম তা বন্ধ করেছ। দিদি রাজ্য থেকে গাড়ি কারখানাকে তাড়িয়েছে। 

দিদি এখানকার যুবকদের রোজগার দিতে পারে না। তা যদি পেতে হয় তাহলে মোদীজির নেতৃত্বে এখানেও বিজেপি সরকার গঠন করতে হবে।

25 March 2021, 13:00 PM

একবার দিদিকে ক্ষমতা থেকে সরিয়ে দিন। এই এলাকায় ১০,০০০ কোটি টাকা খরচ করে বিশুদ্ধ জলের ব্যবস্থা করবে বিজেপি সরকার।

 

25 March 2021, 13:00 PM

দুষিত জল পান করার ফলে এখানকার মানুষের ৪০ বছর বয়স হওয়ার পরই কোমর বেঁকে যায়। চুল পেকে যায়। 

25 March 2021, 13:00 PM

সিধু কানহো এই ভূমিতে প্রমাণ করি। এই ভূমি বিরশা মুন্ডরা ভূমি।

স্বাধীনতা সংগ্রামে পুরুলিয়া অবদান রয়েছে।

25 March 2021, 10:45 AM

WB Amit Shah LIVE Update:

শেষবেলার প্রচারে ঝড় তুলতে রাজ্যে শাহ। চার জেলার চারটি সভা। পুরুলিয়ার বাঘমুণ্ডি, ঝাড়গ্রামের সাঁকরাইল, পূর্ব মেদিনীপুরের মেচেদা, বাঁকুড়ার বিষ্ণুপুরে বিজেপির চাণক্য। লড়াইয়ের আগে কী বার্তা? নজর বাংলার।