গৃহবধূকে পুড়িয়ে ‘হত্যা’, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ

 এক গৃহবধূকে পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করছে না পুলিস। এই অভিযোগ তুলে বাঁকুড়ার পাত্রসায়ের থানার সামনে বিক্ষোভ এলাকাবাসীর।

Updated By: Jul 5, 2019, 05:48 PM IST
গৃহবধূকে পুড়িয়ে ‘হত্যা’, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদন:  এক গৃহবধূকে পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করছে না পুলিস। এই অভিযোগ তুলে বাঁকুড়ার পাত্রসায়ের থানার সামনে বিক্ষোভ এলাকাবাসীর।

 

অভিযোগ,  দেখতে খারাপ এই অজুহাত তুলে গত ১৬ জুন কাটাগড়িয়া গ্রামে সেরিনা বেগম নামে এক গৃহবধূর গায়ে আগুন ধরিয়ে দেন শ্বশুরবাড়ির সদস্যরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার স্থানীয়রাই হাসপাতালে ভর্তি  করান। পরে ২৫ জুন চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। এরপর সেরিনা বেগমের বাপের বাড়ির তরফে পাত্রসায়ের থানায় তিনজনের নামে অভিযোগ দায়ের করা হয়।

দুই অরূপের জন্যই ডুবে গিয়েছে বাঁকুড়া, প্রশাসনিক বৈঠকে চরম ভর্তসনা নেত্রীর

 বিক্ষোভকারীদের অভিযোগ,  পুলিশ অভিযুক্ত স্বামী আসরাফুলকে গ্রেফতার করলেও মোটা টাকার বিনিময়ে বাকি দুই অভিযুক্তকে গ্রেফতার করছে না।  অবিলম্বে তাঁদের গ্রেফতার ও অভিযুক্ত স্বামী আসরাফুলের ফাঁসির দাবিতেই এদিন বিক্ষোভে ফেটে পড়েন মৃতার বাপের বাড়ির লোকজন ।

মৃতার বাপেরবাড়ির গ্রামের বাসিন্দাদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বাঁকুড়ার পাত্রসায়ের থানা ।

.