Train Cancelled: সপ্তাহান্তে বর্ধমান শাখায় বন্ধ থাকবে লোকাল ট্রেন...
লোকাল ট্রেন চলবে না হাওড়া-বর্ধমান মেন লাইন, কর্ড লাইন-সহ আরও বেশ কয়েকটি শাখায়। যাত্রীদের চরম দুর্ভোগের আশঙ্কা।
অরূপ লাহা: সপ্তাহান্তে ভোগান্তি! হাওড়া-বর্ধমান মেন লাইন ও কর্ড লাইনে এবার গোটা একদিন চলবে না লোকাল ট্রেন। সঙ্গে বর্ধমান-ব্যান্ডেল, বর্ধমান-রামপুরহাট ও বর্ধমান আসানসোল শাখাও। কবে? ৫ ফেব্রুয়ারি, রবিবার। এমনকী, ৯ তারিখও ট্রেন পাওয়া যাবে না হাওড়া-বর্ধমান মেন লাইন ও বর্ধমান-ব্যান্ডেল শাখায়।
বর্ধমান স্টেশনের কাছে নয়া ওভারব্রিজ তৈরির কাজ শেষ। পুরানো ওভারব্রিজটি এবার ভেঙে ফেলা হচ্ছে। শতাব্দী প্রাচীন ওই ব্রিজে আগেই যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছিল রেল। এমনকী, ব্রিজে লাগোয়া রাস্তার দু'ধারে যে দোকানগুলি ছিল, সেই দোকানগুলি তুলে দেওয়া হয়েছে। শনিবার থেকে ধাপে ধাপে চলছে সেতু ভাঙার কাজ। ফলে প্রতিদিন হাওড়া-বর্ধমান লাইনে ট্রেন চলাচলে ব্যঘাত ঘটছে। চলতি সপ্তাহের শেষে যাত্রীদের দুর্ভোগ আরও বাড়বে। স্রেফ লোকাল ট্রেন নয়, ৫ ফ্রেরুয়ারি বন্ধ থাকবে বেশ কয়েকটি মেল ও এক্সপ্রেস। ঘুরপথে চলবে বেশ কয়েকটি ট্রেন।
আরও পড়ুন: Kolkata Metro: অপেক্ষা সবুজ সংকেতের, মার্চেই চালু হতে পারে অরেঞ্জ মেট্রো
এর আগে, গত বছরের শেষের দিকে হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বারুইপাড়া ও চন্দনপুর স্টেশনের মাঝে চতুর্থ লাইনে কাজ হয়। সঙ্গে বারুইপাড়া, কামারকুণ্ডু ও চন্দনপুরে স্টেশনে ইন্টারলকিংয়ের কাজও। ফলে বাতিল করা হয় একাধিক লোকাল ট্রেন। দুর্ভোগে পড়ে যাত্রীরা।