দিদি কিছু করুন, কাতর আবেদন হরিদ্বারে আটকে থাকা ৭০০ বাঙালি তীর্থযাত্রীর
অধিকাংশ তীর্থযাত্রীর কাছে যা টাকা পয়সা ছিল তা ফুরিয়ে গিয়েছে। হোটেলে থাকার পয়সাও নেই।
নিজস্ব প্রতিবেদন: টানা দেড় মাস হরিদ্বারে আটকে ৭০০ বাঙালি। তীর্থ করতে গিয়ে লকডাউনের আটকে রয়েছে এতদিন। উত্তরপ্রদেশ প্রশাসনকে বলে কোনও কাজ হয়নি। এবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন ওই কয়েকশো তীর্থযাত্রী।
আরও পড়ুন-মহারাষ্ট্রে করোনা পজিটিভ ৭১৪ পুলিসকর্মী, অমিত শাহের নির্দেশে আহমেদাবাদে এইমসের ডিরেক্টর
প্রায় দেড় মাস হরিদ্বারে আটকে রয়েছেন হুগলির মগরার ৭০ তীর্থযাত্রী। তাঁদের সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলার মোট ৭০০ জন রয়েছেন সেখানে আটকে। উত্তরপ্রদেশ প্রশাসন কিছু করছে না। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন মহলে যোগাযোগ করেও কোনও সুরাহা হয়নি বলে বিক্ষোভে ফেটে পড়লেন তাঁরা।
আরও পড়ুন-শ্রমিকদের নিয়ে রাজ্যে আসছে ৮ ট্রেন; রাজ্যের বিরুদ্ধে মিথ্যে বলছেন অমিত শাহ, নিশানা অভিষেকের
এতদিনে অধিকাংশ তীর্থযাত্রীর কাছে যা টাকা পয়সা ছিল তা ফুরিয়ে গিয়েছে। হোটেলে থাকার পয়সাও নেই। আটকে পড়া যাত্রীদের মধ্যে রয়েছেন ক্যান্সার আক্রান্ত বৃদ্ধা থেকে দুধের শিশু। হরিদ্বারের জেলাশাসককে বহুবার বলা হয়েছে। এখন রাস্তা শুধু পশ্চিমবঙ্গ সরকার। তাঁর একটাই কথা, দিদি আমাদের কিছু একটা ব্যবস্থা করুন। আমারা বেড়াতে এসে কি অপারাধ করেছি!