Md Salim | Lok Sabha Election 2024: ডিজিটাল প্রচারে জোর! মুর্শিদাবাদে সেলফি ক্যাম্পেন শুরু মহম্মদ সেলিমের

প্রচারে থাকা মানুষদের নিয়েই শুরু হয়েছে এই নতুন ক্যাম্পেন। হ্যাসট্যাগ দিয়ে এই ক্যাম্পেন চলবে বলে জানা গিয়েছে। এই মধ্যেই ৫০০০ এর বেশি ছবি এসেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি আসছে বার্তাও। ইয়ং জেনারেশনকে কাছে পেতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

Updated By: Apr 10, 2024, 06:29 PM IST
Md Salim | Lok Sabha Election 2024: ডিজিটাল প্রচারে জোর! মুর্শিদাবাদে সেলফি ক্যাম্পেন শুরু মহম্মদ সেলিমের

মৌমিতা চক্রবর্তী: মুর্শিদাবাদ আসন থেকে আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন খোদ সিপিআইএম-এর রাজ্য সম্পাদক। দলের দায়িত্ব নিয়েই গড়েছিলেন ডিজিটাল আর্মি। নজরে ছিল পঞ্চায়েত নির্বাচন। পাহারায় পাবলিক-এর মত ক্যাম্পেন করেছিলেন।

এর সুফলও মিলেছিল সংগঠনের বিভিন্ন স্তরে। এবার নির্বাচনকে মাথায় রেখে নিজের প্রচারে আরও এক নতুন উদ্যোগ নিলেন তিনি। নিজের কেন্দ্রে শুরু করলেন #SalimSelfie ক্যাম্পেন।

প্রচারে থাকা মানুষদের নিয়েই শুরু হয়েছে এই নতুন ক্যাম্পেন। হ্যাসট্যাগ দিয়ে এই ক্যাম্পেন চলবে বলে জানা গিয়েছে। এই মধ্যেই ৫০০০ এর বেশি ছবি এসেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি আসছে বার্তাও। ইয়ং জেনারেশনকে কাছে পেতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Amit Shah | Lok Sabha Election 2024: 'মমতা দিদি বাংলার লোকেদের বোকা বানাচ্ছেন', বালুরঘাটের সভা থেকে দাবি অমিত শাহের

 

মুর্শিদাবাদ কেন্দ্রে সেলিমের সমর্থনে একটি ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘মহম্মদ সেলিম আপনার পাড়ায় বা গ্রামে প্রচারে এসেছেন? চটপট আপনার মোবাইল বের করে তাঁর সঙ্গে হাসিমুখে একটা সেলফি তুলে নিন। মহম্মদ সেলিমের প্রচারে কোনো দেওয়াল লিখন  ফ্লেক্স, ব্যানার, বা পোস্টার পছন্দ হয়েছে? সেটার সঙ্গে সেলফি তুলে নিন।  সেগুলো ফেসবুকে পোস্ট করুন বা  reels করুন #salimselfie ব্যবহার করে। আমরা আমাদের পেজে মহম্মদ সেলিমের সঙ্গে আপনার ছবি পোস্ট করে সারা মুর্শিদাবাদ এবং সারা রাজ্যজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দেবো। মহম্মদ সেলিমের সঙ্গে আপনার সেলফি পোস্ট করুন, আর #salimselfie ক্যাম্পেনের সঙ্গে জুড়ে যান।’

এই পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করে মহম্মদ সেলিম লিখেছেন, ‘#salimselfie দিয়ে মহম্মদ সেলিমের সঙ্গে নিজের ছবি পোস্ট করুন। #salimselfie ক্যাম্পেনের সঙ্গে জুড়ে যান।’

আরও পড়ুন: Malbazar: এক দৌড়ে কেদারনাথের মন্দিরে! কী বার্তা দিতে দ্বারোদ্ঘাটনের আগেই পৌঁছবেন উত্তরাখণ্ড?

অন্যদিকে ইদ ও নববর্ষের শুভেচ্ছা কার্ড এবার পৌঁছাবে দক্ষিণ কলকাতার সিপিএম প্রাথী সায়ারা হালিম শাহ এর পক্ষ থেকে। একসময় যে দলের বিরুদ্ধে ছিল কম্পিউটার বিমুখতার অভিযোগ, এবার লোকসভা ভোটের প্রচারে সেই দলই নিচ্ছে একাধিক উদ্যোগ।

হুগলীর সিপিএম প্রাথী মনোদিপ ঘোষ ডিজিটাল প্রিন্টিং-এ দেওয়াল লিখন করেছেন। অন্যদিকে সৃজন-এর জন্য তৈরি হয়েছে গান। দলের পক্ষ থেকে গোপাল ভাঁড় সিরিজ এর মাধ্যমে প্রচার চলছে। এবার নতুন সংযোজন এই কার্ড। আপাতত ৫০০০ থেকে ৬০০০ কার্ড ছাপানো হয়েছে। পৌঁছে যাবে সব ভোটারদের বাড়ি বাড়ি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

.