প্রার্থীদের বায়োডাটা: ঘাটালে দ্বিমুখী লড়াই; দেবকে বেগ দিতে পারবেন ভারতী?
রাজনৈতিক মহলের মতে ঘাটালে এবার মূলত দ্বিমুখী লড়াই
নিজস্ব প্রতিবেদন: অভিনেতা দেব-এর বিরুদ্ধে ঘাটালে এবার প্রার্থী একসময়ের জাঁদরেল পুলিস আধিকারিক ভারতী ঘোষ। গেরুয়া শিবিরের প্রার্থী হিসেবে তৃণমূল বিরোধী শিবিরে নিজের ইমেজ তৈরিতে আপ্রাণ চেষ্টা করছেন ভারতী। রাজনৈতিক মহলের মতে ঘাটালে এবার মূলত দ্বিমুখী লড়াই। দেখার বিষয় ভারতী ঘোষ এবার কী করতে পারেন।
আরও পড়ুন-অযোধ্যা মামলার সমাধানে ১৫ অগাস্ট পর্যন্ত সময় পেলেন মধ্যস্থতাকারীরা
দীপক অধিকারী(দেব), তৃণমূল কংগ্রেস
বয়স-৩৬
ঠিকানা-প্রিন্স আনোয়ার শা রোড, কলকাতা
আয়- ২,৬২,০৪,২৫০ টাকা(২০১৭-১৮), স্ত্রী- নেই
মামলা-নেই
হাতে নগদ- ২,৮৫,২৮৫ টাকা
অস্থাবর সম্পত্তি- ১০,২৩,৪২,৯০৮ টাকা
স্থাবর সম্পত্তি- ২০,৪৭,০০,০০০ টাকা
ঋণ- ৭৮,৭৯,৬৮১ টাকা
শিক্ষা-কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা
পেশা-অভিনয়
ভারতী ঘোষ, বিজেপি
বয়স-৫৬
ঠিকানা-ডিপিপি রোড, কলকাতা
আয়- ৪৫,৭২,০৮৩ টাকা(২০১৭-১৮), স্বামী-৫৯,৫৮,৬৮৪ টাকা
মামলা-১১টি
হাতে নগদ- ১৮,৫০০ টাকা, স্বামী-১,৭৮,৫০০ টাকা
অস্থাবর সম্পত্তি- ২,৫৮,৭৫,৫৫৮ টাকা, স্বামী-৩,১১,৪৩,৭৯১ টাকা
স্থাবর সম্পত্তি- ৮,৫৪,৫৫,৮৮৫ টাকা
ঋণ-৬১,৪৯,৪৭৯ টাকা, স্বামী-১১,৮৯,৯৩৭ টাকা
শিক্ষা-বি কম, এলএলবি, এমবিএ
আরও পড়ুন-ঘোলায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ৩ গেঞ্জি কারখানা, আতঙ্কে ঘরছাড়া এলাকার লোকজন
তপন গঙ্গোপাধ্যায়, সিপিএম
বয়স-৬৩
ঠিকানা-আবাস, পশ্চিম মেদিনীপুর
আয়-রেকর্ড নেই
স্ত্রীর আয়-রেকর্ড নেউ
মামলা-নেই
হাতে নগদ- ৫,০০০ টাকা, স্ত্রী-১,০০০ টাকা
অস্থাবর সম্পত্তি- ১২,৪০৭ টাকা, স্ত্রীর-৯২,৫৪৪ টাকা
স্থাবর সম্পত্তি-১৬,৯০,০০০, স্ত্রী-৯,৬০,০০০ টাকা
ঋণ-নেই
শিক্ষা-হায়ার সেকেন্ডারি
পেশা-দলের হোল টাইমার, স্ত্রী-পুরসভার কর্মী
মহম্মদ সইফুল্লা খন্দকার, কংগ্রেস
বয়স-৩৩
ঠিকানা-মির্জাবাজার, মেদিনীপুর
আয়- ৩,০৫,৬৯২ টাকা(২০১৮-১৯), স্ত্রী- রেকর্ড নেই
মামলা-নেই
হাতে নগদ- ৫০,০০০ টাকা, স্বামী- ১৫,০০০ টাকা
অস্থাবর সম্পত্তি- ৪,৯৯,৫৯৩ টাকা, স্ত্রী-৯,৪৩,০০০ টাকা
স্থাবর সম্পত্তি-১৯,০০,০০০, স্ত্রী-নেই
ঋণ- নেই, স্ত্রীর-নেই
আয়-মাসে টাকা, স্বামী- টাকা
শিক্ষা-এমসিএ(কল্যানী বিশ্ববিদ্যালয়)
পেশা-ব্যবসা