ভোটগ্রহণের শুরুতেই উত্তপ্ত ডোমকল, তৃণমূল কাউন্সিলরের স্বামীকে বোমা ছোড়ার ঘটনায় রিপোর্ট তলব কমিশনের
ভোটের শুরুতেই উত্তেজনা মুর্শিবাদের ডোমকলে। তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। মারধর করা হয় বাঁশ, লাঠি নিয়েও। অভিযোগের তির সিপিএম-কংগ্রেসের দিকে। অভিযোগ অস্বীকার করেছে বিরোধীরা।
নিজস্ব প্রতিবেদন: ভোটের শুরুতেই উত্তেজনা মুর্শিবাদের ডোমকলে। তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। মারধর করা হয় বাঁশ, লাঠি নিয়েও। অভিযোগের তির সিপিএম-কংগ্রেসের দিকে। অভিযোগ অস্বীকার করেছে বিরোধীরা। ঘটনায় ইতিমধ্যেই জেলাপ্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
ভোটরগ্রহণ শুরুর ২০ মিনিটের মধ্যেই ডোমকলের একটি বুথে ৩০০ মিটারের মধ্যেই ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামীকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। গুরুতর জখম হন তিনি। মারধর করা হয় তৃণমূল কাউন্সিলরকেও। তাঁদের সঙ্গে থাকা তৃণমূল কর্মীদেরও বাঁশ, লাঠি নিয়ে মারধর করা হয়। ঘটনার পর উত্তেজনা ছড়ায় এলাকায়।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনায় সিপিএম-কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিরোধীরা।