বালাকোটে ভারতের প্রত্যাঘাতের পর পাকিস্তানের চেয়েও বেশি দুঃখ পেয়েছেন দিদি: মোদী

ইতিমধ্যেই স্থানীয় নেতারা সভায় বক্তব্য রাখতে শুরু করেছেন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মী সমর্থকরা ভিড় করেছেন সভা প্রাঙ্গণে। 

Updated By: Apr 3, 2019, 02:06 PM IST
বালাকোটে ভারতের প্রত্যাঘাতের পর পাকিস্তানের চেয়েও বেশি দুঃখ পেয়েছেন দিদি: মোদী

সুতপা সেন:

'ম্যায় ভি চৌকিদার হু' স্লোগান দিয়ে শিলিগুড়ির সভা শেষ করলেন নরেন্দ্র মোদী। 

কংগ্রেস সেনাবাহিনীর মনোবল ভেঙেছে: মোদী

আমি বলে যাচ্ছি, সব হিন্দু শরণার্থী এখানে আশ্রয় পাবেন: মোদী

NRC ইস্যুতে বাংলায় গুজব রটানো হচ্ছে: মোদী

বালাকোটে হামলার পর প্রশ্ন তুলেছে বিরোধীরা, চোখের জল ঝরছে: মোদী

জঙ্গিদের ঘরে ঢুকে মেরেছি: মোদী

বালাকোটে ভারতীয় সেনার প্রত্যাঘাতের পর সারা ভারতবাসীর গর্ব হয়েছে, কিন্তু দিদির কষ্ট হয়েছে, কান্না পেয়েছে: মোদী

একদিকে ইমানদার চৌকিদার, অন্যদিকে দাগীদার, এবারের নির্বাচন এই দুই পক্ষের: মোদী

কৃষকদের সহায়তার টাকাতেও ব্রেক লাগিয়েছেন দিদি: মোদী

চা বাগানের দুর্দশার কথা আমরা জানি: মোদী

দিদি গরিবদের কথা ভাবেন না। গরিবরা না থাকলে দিদি রাজনীতি করতে পারবেন না: মোদী

গরিবদের চিকিত্সার জন্য ৫ লক্ষ টাকা: মোদী

আপনাদের সমর্থনেই আমি সবার মোকাবিলা করি: মোদী

NDA সরকার মধ্যবিত্তদের: মোদী

দিদির নৌকা ডুবতে চলেছে: মোদী

দিদির নৌকা ডুবে গিয়েছে: মোদী

শিলিগুড়ির জনসভাই তার প্রমাণ: মোদী

বিজেপির প্রতি বাংলার মানুষের সমর্থন অভূতপূর্ব: মোদী

গত ৫ বছরে দেশ অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে: মোদী

সারা দেশে প্রবল গতিতে কাজ হয়েছে: মোদী

গরিবদের কথা ভাবেন না দিদি: মোদী

পশ্চিমবঙ্গে গরিবদের নিয়ে রাজনীতি করে তৃণমূল: মোদী

দিদি উন্নয়নের স্পিডব্রেকার: মোদী

এই রাজ্যে সেই গতিতে উন্নয়নই হয়নি: মোদী

গরিব মানুষদের টাকা চিটফান্ড কেলেঙ্কারিতে গেছে: মোদী

 বাংলায় বক্তব্য শুরু করলেন মোদী।  

শিলিগুড়ি সভাস্থলে পৌঁছলেন নরেন্দ্রী মোদী। বেলা ১টা নাগাদ বাগডোগরায় নামেন তিনি। সেখান থেকে রওনা দেন শিলিগুড়ির কাওয়াখালি প্রাঙ্গণের উদ্দেশে। তাঁকে ঘিরে চরম উন্মাদনা বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। তাঁকে সংবর্ধনা জানানো হয়। এই শিলিগুড়ি থেকেই এবার রাজ্যে প্রথম নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন তিনি। 

তাঁর সভা ঘিরে বজ্র আঁটুনি শিলিগুড়িতে। বাসস্ট্যান্ড, ফেরিঘাটে পুলিস মোতায়েন রয়েছে। ইতিমধ্যেই স্থানীয় নেতারা সভায় বক্তব্য রাখতে শুরু করেছেন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মী সমর্থকরা ভিড় করেছেন সভা প্রাঙ্গণে। 

বাংলায় পা দেওয়ার আগেই বাংলায় টুইট মোদীর, সম্বোধনে অনুসরণ স্বামী বিবেকানন্দকে
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে ২৩টিতে জেতার লক্ষ্যমাত্রা স্থির করেছে পদ্মশিবির। মোদী এদিন কী বার্তা দেন, তা জানতে উন্মুখ বিজেপি কর্মী সমর্থকরা। 
রাজ্যে পা রাখার আগেই বাংলায় টুইট করলেন প্রধানমন্ত্রী মোদী। টুইটে রাজ্যবাসীকে 'প্রিয় বোনেরা ও ভাইয়েরা' বলে উল্লেখ করে মোদী লিখেছেন, তিনি কিছু বক্তব্য রাখতে চান। মোদী লিখেছেন, 

 

 

.