দেওয়াল লিখন মুছে ফেলার অভিযোগ, কমিশনের দ্বারস্থ বিজেপি

মঙ্গলকোটে বিজেপির অভিযোগ,  স্থানীয় তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরা দেওয়াল লিখনের ওপর চুন লেপে দিচ্ছে। শুধু তাই নয়, বাড়ির মালিকদের মারধর ও হুমকি দিচ্ছে

Updated By: Apr 4, 2019, 12:54 PM IST
 দেওয়াল লিখন মুছে ফেলার অভিযোগ, কমিশনের দ্বারস্থ বিজেপি

নিজস্ব প্রতিবেদন: বিজেপির দেওয়াল লিখন মুছে ফেলার অভিযোগ। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। ঘটনাটি ঘটেছে মঙ্গলকোটের শিমুলিয়া গ্রামে। বিজেপির পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা নির্বাচন কমিশনে তৃণমূলের বিরুদ্ধে নালিশ জানানো হয়েছে।

 

মঙ্গলকোটে বিজেপির অভিযোগ,  স্থানীয় তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরা দেওয়াল লিখনের ওপর চুন লেপে দিচ্ছে। শুধু তাই নয়, বাড়ির মালিকদের মারধর ও হুমকি দিচ্ছে। বিজেপির কৃষকমোর্চার নেতা বুদ্ধদেব মণ্ডল পুরো ঘটনার প্রতিকার চেয়ে মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

বিমল গুরুং দার্জিলিঙে ফিরলে প্রশ্ন শান্তিশৃঙ্খলা-অখণ্ডতা নিয়ে, প্রতিক্রিয়া মন্ত্রী গৌতম দেবের

যদিও মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরীর দাবি, বিজেপির অভিযোগ মিথ্যা। মঙ্গলকোটে বিজেপির কোন সংগঠন নেই। প্রচারে আসতে নিজেরাই দেওয়াল মুছে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে।

.