ফোন কানে ভোট হরকা বাহাদুর ছেত্রীর, কড়া পদক্ষেপ কমিশনের
কমিশনের নিয়ম অনুযায়ী বুথের মধ্যে ফোনের ব্যবহার নিষিদ্ধ।
নিজস্ব প্রতিবেদন : কানে ফোন নিয়ে বুথে। কড়া পদক্ষেপ করল কমিশন। কানে ফোন নিয়ে হরকা বাহাদুর ছেত্রীর বুথে ঢোকার ঘটনায় সেখানকার প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল কমিশন।
ঘটনা কালিম্পংয়ের ১১০ নম্বর বুথের। এদিন সকালে দেখা যায়, কানে ফোন নিয়ে বুথে ঢুকেছেন হরকা বাহাদুর ছেত্রী। এমনকি কানে ফোন নিয়েই ভোট দেন নির্দল প্রার্থী হরকা বাহাদুর ছেত্রী। এই ছবি সামনে আসতেই উস্কে ওঠে বিতর্ক।
আরও পড়ুন, 'আক্রান্ত' সেলিম, ইসলামপুরে বাম প্রার্থীর গাড়িতে হামলা
ফোন কানে কেন বুথে ঢুকে ভোট দিলেন? হরকা বাহাদুর ছেত্রীকে প্রশ্ন করা হলে তিনি জবাব দেন, "নিয়ম জানা ছিল না। আপত্তি করলে ফোন রেখে দিতাম। কিন্তু কেউ আপত্তিও করেননি।" উল্লেখ্য, কমিশনের নিয়ম অনুযায়ী বুথের মধ্যে ফোনের ব্যবহার নিষিদ্ধ।