দার্জিলিং ছেড়ে আলুওয়ালিয়া বর্ধমান-দুর্গাপুরে, পাহাড়বাসীকে মনে করালেন মমতা
পাহাড়ে ভোটের উত্তাপ বাড়িয়ে একই দিনে হাজির হলেন দুই হেভিওয়েট। দার্জিলিংয়ের চকবাজারে মমতা বন্দ্যোপাধ্যায় তো কালিম্পঙে সভা করেন অমিত শাহ।
নিজস্ব প্রতিবেদন: দার্জিলিঙে গতবারের প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিকে এবার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে টিকিট দিয়েছে বিজেপি। পাহাড়ে পদ্মফুলের প্রতীকে প্রার্থী হয়েছেন মোর্চা-জেএনএলএফ সমর্থিত রাজু বিস্ত। আর এনিয়েই কেন্দ্রের শাসক দলকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করিয়ে দিলেন, সারাবছর পাশে ছিলেন না আলুওয়ালিয়া। গোর্খাল্যান্ডের দাবি উস্কে পালিয়ে গিয়েছেন। একইসঙ্গে দিলেন পাহাড়-সমতল ঐক্যের বার্তাও। বললেন, ''পাহাড় ও সমতলকে একসঙ্গে রাখতে দোস্তি চাই। আপনাদের ভূমিপুত্র। আমরা এক হয়ে কাজ করব''।
পাহাড়ে ভোটের উত্তাপ বাড়িয়ে একই দিনে হাজির হলেন দুই হেভিওয়েট। দার্জিলিংয়ের চকবাজারে মমতা বন্দ্যোপাধ্যায় তো কালিম্পঙে সভা করেন অমিত শাহ। কালিম্পঙের সভায় বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, ''সুবাস ঘিসিং থেকে আজ পর্যন্ত আপনারা বহু লড়াই করছেন। আপনাদের আত্মত্যাগ ব্যর্থ হবে না। তার অবসান হবে''। একইসঙ্গে গোর্খাদের আদিবাসীর শ্রেণিতে ফেলা হবে বলেও আশ্বাস দেন অমিত। চকবাজারের সভায় মমতা আবার অভিযোগ করলেন, ভোটের স্বার্থে পাহাড়ে অশান্তিতে মদত দিয়েছে বিজেপি। উন্নয়নের কোনও কাজই করেনি। আশ্বাস দিলেন, গোর্খাদের পরিচয় যাতে সঙ্কটে না পড়ে, ভোট মিটলে তার সব রকম চেষ্টা করবেন।
পাহাড়ে বিনয় তামাং,অনীক থাপারা তৃণমূলের সঙ্গে এসেছেন। তাঁদের পাশে নিয়ে দার্জিংলিংয়ের বাসিন্দাদের মমতার বার্তা, ''আমরা তৃণমূলের লোককে প্রার্থী করিনি। পাহাড়কে ভালবাসি। কেন্দ্রে বদলে দাও মোদী সরকারকে। বাংলায় ৪২-৪২ করতে হবে। দিল্লিতে তৃণমূল কংগ্রেস আনুন। সকাল সকাল জোড়াফুলে ভোট দিন। পাহাড়ের ভাইবোনেদের উন্নতি চাই''।
আরও পড়ুন- এসআই খুনে অভিযুক্ত বিমল গুরুঙের 'চৌকিদার' বিজেপি, ফাঁস করলেন অমিত