বেনজির বিপর্যয়, সাংবাদিক বৈঠকে মানলেন সূর্যকান্ত

সূর্য্যকান্তের ব্যাখ্যা, একদিকে যেমন রাজনৈতিক মেরুকরণ হয়েছে তেমনই হয়েছে ধর্মীয় মেরুকরণও। যার ফলে বাম ভোটব্যাঙ্কে ভয়াবহ ধস নেমেছে।

Updated By: May 23, 2019, 06:43 PM IST
বেনজির বিপর্যয়, সাংবাদিক বৈঠকে মানলেন সূর্যকান্ত

নিজস্ব প্রতিবেদন: লোকসভা নির্বাচনে এরাজ্যে বামেদের বিপর্যয়কে অভূতপূর্ব আখ্যা দিলেন খোদ সিপিআইএম রাজ্য সম্পপাদক সূর্যকান্ত মিশ্র। মানুষ দুটি দলকেই প্রধান শক্তি হিসাবে বেছে নিয়েছেন। 

 

বৃহস্পতিবার সন্ধ্যায় আলিমুদ্দিন স্ট্রিটে এক সাংবাদিক বৈঠকে সূর্যকান্ত মিশ্র বলেন, 'স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে বামেদের এতবড় বিপর্যয় কখনো হয়নি। বামেরা একদিকে যেমন কোনও আসন পায়নি, তেমনই কমেছে ভোটের হারও। এতটা খারাপ অবস্থা আমরা অনুমান করতে পারিনি।'

সূর্য্যকান্তের ব্যাখ্যা, একদিকে যেমন রাজনৈতিক মেরুকরণ হয়েছে তেমনই হয়েছে ধর্মীয় মেরুকরণও। যার ফলে বাম ভোটব্যাঙ্কে ভয়াবহ ধস নেমেছে। 

বৃহস্পতিবার সকালে লোকসভা নির্বাচন ২০১৯-এর গণনার শুরু থেকেই পিছিয়ে পড়ে বামেরা। পশ্চিমবঙ্গে কোথাও ৩ শতাংশ তো কোথাও ৫ শতাংশ ভোট পেয়েছে তারা। রাজ্যে বামেদের গড় ভোট ৭ শতাংশ ছোঁয়নি। একই অবস্থা দেশের নিরিখেও। কেরলে সাফ হয়ে গিয়েছে সিপিএম। এই পরিস্থিতিতে রাজনীতিতে নতুন করে প্রাসঙ্গিকতা খুঁজছে গোটা দল।  

.