লকডাউনে নাজেহাল, অনাহারে ঘুপচি কেবিনেই দিন কাটছে লরি চালক, খালাশিদের

কষ্ট করে গরমের মধ্যেই থাকতে হচ্ছে ঘুপচি কেবিনে। 

Reported By: অর্ণবাংশু নিয়োগী | Updated By: Apr 10, 2020, 10:27 PM IST
লকডাউনে নাজেহাল, অনাহারে ঘুপচি কেবিনেই দিন কাটছে লরি চালক, খালাশিদের

নিজস্ব প্রতিবেদন: খালাশি বন্দর এলাকায় লম্বা লরির লাইন। খাবারে টান, কেবিন বন্দি চালক, খালাশিরা। নেই রেশন। খাবার আসবে কোথা থেকে? লকডাউনে কারণে কোন গাড়ি ছ’দিন আবার কোনও লরি ৭ দিন ধরে দাঁড়িয়ে রয়েছে। ছোট্ট কেবিন বন্দি হয়ে পরে আছেন চালক এবং খালাশিরা। যেখানে সেখানে ঘোরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিস। এমনকি, সব চালক খালাশি একত্রিতও হতে পারছেন না। কষ্ট করে গরমের মধ্যেই থাকতে হচ্ছে ঘুপচি কেবিনে। 

আরও পড়ুন: 'বেশি কিছু করিনি, আমার বাবা-মা থাকলেও এমনটাই করতাম', বলছেন নিমতার সুরজিৎ

তার ওপরে আবার খাবারের সমস্যা। যা রেশন ছিল সেটা শেষ হয়ে গিয়েছে আগেই। এই অবস্থায় ওই এলাকায় দু’একটি দোকান থেকে রেশন কিনতে হচ্ছে। তাও চাল পেলে, ডাল নেই, আলু পেলে তেল নেই। এই ভাবেই দিন কাটাতে হচ্ছে তাদের। 
জানা গিয়েছে, লোকবল কম থাকায় পন্য ওঠানো নামালোয় নেওয়ায় সমস্যা হচ্ছে। যার কারণেই এত দেরি। যে কাজ দু’দিনে মিটে যায়, সেটা এখন ৭ দিন লাগছে। এদিকে কাজের চাপও প্রচুর। বন্দর এলাকাতেই আটকে রয়েছেন বিভিন্ন জেলার এই  খালাশি চালকরা। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে হয়েছে তাঁদের।

.