Bangaon: পুজোর উদ্বোধনে গিয়ে গানে গানে মাতালেন, দলত্যাগীদের কুমড়ো বলে কটাক্ষ মদনের

আমি বাংলার ক্রাশ হতে চাই না। আমি চাই বিজেপি দাঙ্গা করলে বনগাঁয় ওদের ত্রাস হতে

Updated By: Oct 10, 2021, 05:22 PM IST
Bangaon: পুজোর উদ্বোধনে গিয়ে গানে গানে মাতালেন, দলত্যাগীদের কুমড়ো বলে কটাক্ষ মদনের

নিজস্ব প্রতিবেদন: পুজোর উদ্বোধন করতে গিয়ে ওহ লাভলি! সহ নানা গানে দর্শদের মাতালেন মদন মিত্র। পাশাপাশি দলত্যাগী নেতাদের কটাক্ষ করতে ছাড়লেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

আরও পড়ুন-#উৎসব: তৈরি গোলপোস্ট, 'খেলা হবে' এবার ভবানীপুরের মন্ডপে 

রবিবার বনগাঁর শিমুলতলা আয়রন গেট স্পোটিং ক্লাবে পুজোর উদ্বোধনে যান মদন মিত্র। সেখানে গানের মাঝেমাঝে নাম না করে শুভেন্দু অধিকারীকে কুমড়ো বলেও কটাক্ষ করেন। গানে কথায় বিরোধীদের নিশানা করেন মদন। বলেন, 'কুমড়োগুলো ফুলো ফুলো, অনেক দামে বিক্রি হল। সঙ্গে ছিল ঢাঁড়শ মুলো। ওরা সব ব্যাক করল।' আরও বলেন, আমি বাংলার ক্রাশ হতে চাই না। আমি চাই বিজেপি দাঙ্গা করলে বনগাঁয় ওদের ত্রাস হতে।

আরও পড়ুন-Siliguri Rape: খড়িবাড়িতে ৯ বছরের নাবালিকাকে ধর্ষণ, খুনের হুমকি; ধৃত যুবক

এদিন মন্ডপে ফিতে কেটে পুজোর উদ্বোধন করে মদন মিত্র বলেন, এই পুজোর উদ্যোক্তা ডাকু ও জোত্স্নার সঙ্গে আমার সম্পর্ক বহু পুরনো। ডাকু এখন চেয়ারম্যান নেই। তা বলে তো সম্পর্ক হারিয়ে যেতে পারে না! তাই ডাকুর উদ্বোধনে সাড়া দিয়ে পুজোর উদ্বোধন করলাম। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  
 

.