Abhishek Banerjee: 'অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির কুকুর নয়, বাংলার চাকর'

জেরা শেষ হওয়ার পর অভিষেক দাবি করেন, ‘শুভেন্দুকে টিভি ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছে। অথচ কোনও বিচারপতি বলেননি, ওঁকে ডেকে পাঠাও। আমি বলব, যাঁরা নারদায় অভিযুক্ত তাঁদের সবাইকে গ্রেফতার করুন। শুরুটা হোক শুভেন্দুকে দিয়ে।'

Updated By: Sep 15, 2023, 10:55 AM IST
Abhishek Banerjee:  'অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির কুকুর নয়, বাংলার চাকর'

বরুণ সেনগুপ্ত: "অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির কুকুর নয়, বাংলার চাকর।" অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে ইডির জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে মুখ খুললেন মদন মিত্র। বুধবার দিন জিজ্ঞাসাবাদের ইডি দফতর থেকে বেরিয়ে নারদা তদন্ত প্রসঙ্গে মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীকে নারদ মামলায় গ্রেফতারের পাশাপাশি, নারদ কাণ্ডে যাঁরা যাঁরা অভিযুক্ত, প্রত্যেককে গ্রেফতারির দাবি করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই দাবি প্রসঙ্গেই মুখ খুললেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। 

বিধায়ক মদন মিত্র বলেন, "অভিষেক ব্যানার্জি বাপের বেটা। অভিষেক দিল্লির কুকুর নয়, বাংলার চাকর। অভিষেক বলেছে শুধু শুভেন্দু নয়। নারদা কাণ্ডে তৃণমূলের যাঁরা যাঁরা জড়িত, সবাইকে ডাকো। কেন্দ্রীয় সংস্থার অত্যাচারে তো সুব্রত মুখার্জি ও সুলতান আহমেদ মারা-ই গেলেন। নারদাকাণ্ডে আমি, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, ফিরহাদ হাকিম আমরা সবাই গেছি। কেন্দ্রীয় সংস্থা যতবার ডাকবে, ততবার যাব। আমাদের এইভাবে এইসবে চমকে লাভ নেই। আমাদের যে জায়গায় চমকাবে, সে জায়গার নাম চমকাইতলা হয়ে যাবে।" নারদাকাণ্ডের তদন্ত প্রসঙ্গে বেলঘরিয়ায় এই মন্তব্য করেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।

প্রসঙ্গত, বুধবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডস যোগ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জেরা করে ইডি। ৯ ঘণ্টারও বেশি সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। জেরা শেষ হওয়ার পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে অভিষেক তোপ দাগেন, 'আগে জিরো ছিল, এখন মাইনাস টু। আমাকে ৯৬ ঘণ্টা জেরা করেও কিছু হবে না।' সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক দাবি করেন, ‘শুভেন্দুকে টিভি ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছে। অথচ কোনও বিচারপতি বলেননি, ওঁকে ডেকে পাঠাও। আমি বলব, যাঁরা নারদায় অভিযুক্ত তাঁদের সবাইকে গ্রেফতার করুন। শুরুটা হোক শুভেন্দুকে দিয়ে। আমি বলে দিচ্ছি, এর পর এনডিএ সরকার গিয়ে ‘ইন্ডিয়া’ ক্ষমতায় আসবে। তখন গ্রেফতার হবেন শুভেন্দু।'

আরও পড়ুন, Narada Scam | Mathew Samuel: 'শারীরিক অসুস্থতায় কলকাতায় যেতে পারব না', CBI-কে ফের চিঠিতে ম্যাথু করলেন একটি দাবি!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.