বিধানসভায় হাজির মদন মিত্র
ওয়েব ডেস্ক: সারদাকাণ্ডে কারাবাসের পর থেকে প্রশ্নের মুখে তাঁর রাজনৈতিক ভবিষ্যত্। জেলে বসে ভোটে লড়ে হেরেছেন সিপিএমের কাছে। ঠাঁই হয়নি ২১ জুলাইয়ের মঞ্চেও। এহেন মদন মিত্র বৃহস্পতিবার হঠাত্ই বিধানসভায়।
বৃহস্পতিবার মদন মিত্রের হাজিরা ঘিরে বিধানসভায় গুঞ্জন শুরু হয়। বিধায়ক নন, তবু কোন কাজে বিধানসভায় তিনি? জানা যায়, পেনশন সংক্রান্ত কিছু কাগজপত্র জমা দিতে এসেছেন কামারহাটির প্রাক্তন বিধায়ক। সেই সুযোগে খোশগল্প হয় পুরনো সহকর্মীদের সঙ্গে। কথা হয় বিধানসভার কর্মী ও আধিকারিকদের সঙ্গেও।
আরও পড়ুন - তৃণমূলকে চটাতে রাজি নন কোনও শিল্পপতি, অমিত শাহের বাণিজ্য সম্মেলন নিয়ে গ্যাড়াকলে রাজ্য বিজেপি
সম্প্রতি ধীরে ধীরে তৃণমূলের মূলধারায় ফিরতে শুরু করেছেন মদন। নিয়ম করে বসছেন তৃণমূল ভবনে। নির্দিষ্ট কোনও দায়িত্ব না থাকলেও দাদার পিছুপিছু ভিড় জমাচ্ছেন অনুগামীরাও। তার ওপরে নোয়াপাড়া উপ-নির্বাচনে মদন প্রার্থী হতে পারেন বলে গুঞ্জন শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। সব মিলিয়ে কি সুদিন ফিরতে চলেছে মদন মিত্রের? জবাব মিলবে মাস খানেকের মধ্যেই।