Murshidabad: অশ্লীল ছবি পোস্ট করে দেওয়ার ক্রমাগত হুমকি, বাড়ি থেকে উদ্ধার মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ

রবিবার সন্ধেয় ওই স্কুল ছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকজন

Updated By: Nov 8, 2021, 05:21 PM IST
Murshidabad: অশ্লীল ছবি পোস্ট করে দেওয়ার ক্রমাগত হুমকি, বাড়ি থেকে উদ্ধার মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ

নিজস্ব প্রতিবেদন: অশ্লীল ছবি পোস্ট করার হুমকি দিয়ে চলছিল ব্ল্য়াকমেল। প্রথমে নিজের মোবাইলে। পরে তা পাঠানো হয় তার বাবার ফোনে। চাপ নিতে না পেরে শেষপর্যন্ত আত্মঘাতী হল মাধ্যমিক পরীক্ষার্থী। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞায়।

আরও পড়ুন-নোটবন্দির ৫ বছর, 'কী হতে চলেছে বুঝেছিলেন একমাত্র মমতা' দাবি ডেরেকের

রবিবার সন্ধেয় ওই স্কুল ছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকজন। এনিয়ে বড়ঞার শ্রীহট্ট গ্রামে তুমুল উত্তেজনার সৃষ্ট হয়। তড়িঘড়ি সেই মৃতদেহ উদ্ধার করে বড়ঞা গ্রামীন হাসাপাতাল ও পরে দেহটি ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় পুলিস।

আত্মঘাতী ছাত্রীর পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ছাত্রীটির অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার হুমকি দিচ্ছিল এলাকার এক যুবক। পুলিস সূত্রে খবর, বেশকিছুদিন ধরেই ছাত্রীটির অশ্লীল কিছু ছবি ও  অডিও ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। প্রথমে বিষয়টিতে খুব বেশি আমল দেয়নি ছাত্রীটি। তখন সেইসব ছবি ছাত্রীর বাবার মোবাইলে পাঠিয়ে দেয় অভিযুক্ত যুবক।

আরও পড়ুন-Barasat: গুজরাটের ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু বারাসতে, নজরে একটি স্যুটকেস

পরিবারে গোটা ঘটানার জানাজাতি হতেই মুষড়ে পড়ে ছাত্রীটি। পরে সেই চাপ নিতে না পেরে রবিরার সন্ধেয় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতীয় হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.