করোনায় কাঁপছে মালবাজার, মৃত্যু মিছিল রুখতে তত্পর প্রশাসন

এদিনই ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা করোনা জয়ী এক মহিলার মৃত্যু হয়েছে।

Updated By: Apr 20, 2021, 09:11 AM IST
করোনায় কাঁপছে মালবাজার, মৃত্যু মিছিল রুখতে তত্পর প্রশাসন

নিজস্ব প্রতিবেদন: মালবাজার শহরে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার বিকেল পর্যন্ত শহরে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯ জন। এদের মধ্যে ১৬ এপ্রিলের RTPCR পরীক্ষায় ৩৭ জনের এবং সোমবারের RAPID ANTIGEN পরীক্ষায় ১২ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।

এদিনই ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা করোনা জয়ী এক মহিলার মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত মালদহে মৃতের সংখ্যা ১৫। সক্রিয় রোগীর সংখ্যা ১১৯।

এদিকে শহরে করোনা ব্যাপকভাবে থাবা বসালেও মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছেই। এখনও রাস্তাঘাটে মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। মাল পুরসভার পক্ষ থেকে কোভিড বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

গতকাল বিকেল পর্যন্ত মাল ব্লক হাসপাতালে প্রায় ৩০০ জনের করোনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে ২০-২৫ জনের পজেটিভ। তাদের সকলকে মেটেলির সেভ হোমে পাঠানো হয়েছে। এদিন এই হাসপাতালে প্রায় ২৫০ জনকে ভ্যাক্সিন দেওয়া হয়। প্রতিদিন ভ্যাক্সিন নেওয়ার জন্য লম্বা লাইন পড়ছে এই স্বাস্থ্য কেন্দ্র।

.