Lok Sabha Election 2024: তৃতীয় দফায় ১৪৩ কোম্পানি আধাসেনার ঘেরাটোপে ভোটগ্রহণ মালদার ২ আসনে!

মালদা জেলা স্কুল, বালো বালিকা বিদ্যালয় সহ একাধিক স্কুলকে মডেল বুথ করা হয়েছে।  ইংরেজবাজার পুরসভার ২৯টি ওয়ার্ডে রয়েছে রেকর্ড মোট ২১৫টি বুথ।

Updated By: May 6, 2024, 02:52 PM IST
Lok Sabha Election 2024: তৃতীয় দফায় ১৪৩ কোম্পানি আধাসেনার ঘেরাটোপে ভোটগ্রহণ মালদার ২ আসনে!

রণজয় সিংহ:  তৃতীয় দফার ভোটে ভোটগ্রহণ রয়েছে মালদার দুই লোকসভা কেন্দ্র, মালদা উত্তর ও মালদা দক্ষিণে। ভোট উপলক্ষে ১৪৩ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। মালদা জেলার মোট ভোটার সংখ্যা ৩১ লক্ষ ৪০ হাজার ৯৩৩ জন। পুরুষ ভোটার ১৫ লক্ষ ৯৫ হাজার ৬১২ জন। মহিলা ভোটার ১৫ লক্ষ ৪৫ হাজার ২৫৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯৫ জন। জেলায় দুটি ডিসিআর সেন্টার। উত্তর মালদা কেন্দ্রের ডিসিআর সেন্টার করা হয়েছে মালদা কলেজে এবং দক্ষিণ মালদা কেন্দ্রের ডিসিআর সেন্টার করা হয়েছে মালদা পলিটেকনিক কলেজে। 

উত্তর এবং দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট ১৪টি বিধানসভা কেন্দ্র। মোট বুথের সংখ্যা ৩৭৮৬টি। দুটি কেন্দ্রে মহিলা পরিচালিত বুথের সংখ্যা প্রায় ৬০টি। মালদা জেলা স্কুল, বালো বালিকা বিদ্যালয় সহ একাধিক স্কুলকে মডেল বুথ করা হয়েছে। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের অধীনে রয়েছে সাতটি বিধানসভা কেন্দ্র । সেটি হল ইংরেজবাজার, মানিকচক, সুজাপুর, মোথাবাড়ি, বৈষ্ণবনগর, ফারাক্কা, সামশেরগঞ্জ । এই ফারাক্কা এবং সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্র দুটি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত। এই সাতটি বিধানসভার মোট ভোটার সংখ্যা রয়েছে ১৭ লক্ষ ৭৯ হাজার ৮২৬ । পুরুষ ভোটার রয়েছে ৮ লক্ষ ৯৮ হাজার ৪৪৩ । মহিলা ভোটার রয়েছে ৮ লক্ষ ৮১ হাজার ৩৪৫। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৪৮ জন। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১৭৫৯। এই লোকসভা কেন্দ্রের অধীনেই পড়ে ইংরেজবাজার পুরসভা। আর এই পুরসভার ২৯টি ওয়ার্ডে রয়েছে রেকর্ড মোট ২১৫টি বুথ।

ওদিকে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে মোট সাতটি বিধানসভার মধ্যে রয়েছে- পুরাতন মালদা, হবিবপুর , গাজোল, চাচোল, রতুয়া, মালতিপুর এবং হরিশ্চন্দ্রপুর । এই সাতটি বিধানসভা মিলিয়ে সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা রয়েছে ১৮ লক্ষ ৫৮ হাজার ১১৬ । তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৫৫ জন । পুরুষ ভোট রয়েছে ৯ লক্ষ ৪৪ হাজার ৩৩৩ । মহিলা ভোটার রয়েছে ৯ লক্ষ ১৩ হাজার ৭২৮ জন। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুরাতন মালদা পুরসভাটি শহরকেন্দ্রিক। এই পুরসভার ২০টি ওয়ার্ডে মোট ৬১টি বুথ রয়েছে। সব মিলিয়ে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের মোট ভোট কেন্দ্র রয়েছে ১৮১২ টি। মালদার দুটি লোকসভা কেন্দ্রের নির্বাচনে প্রায় ৬০টি মহিলা পরিচালিত ভোটকেন্দ্রেও রাখা হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন, Maldaha: তৃতীয় দফার ভোটের ডিউটিতে এসে অস্বাভাবিক মৃত্যু পুলিসকর্মীর!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.