কোচবিহারে দাঁড়িয়ে NRC নিয়ে বিজেপিকে বিঁধলেন মমতা

বছর ঘুরলেই ঘুরতে শুরু করবে লোকসভা নির্বাচনের চাকা। তার আগে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। বিশেষ করে কোচবিহারের মতো জেলায় বিজেপি গত কয়েক বছরে চোখে পড়ার মতো বেড়েছে। ক্রমশ নিশ্চিহ্ন হয়েছে বাম ও কংগ্রেস। সেই কোচবিহারে দাঁড়িয়েই এদিন বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী। 

Updated By: Oct 30, 2018, 07:57 PM IST
কোচবিহারে দাঁড়িয়ে NRC নিয়ে বিজেপিকে বিঁধলেন মমতা

নিজস্ব প্রতিবেদন : গুজরাটে বিহারি খেদাও অভিযান চলছে। অসমে চলছে বাঙালি খেদাও অভিযান। তবে পশ্চিমবঙ্গ সবার পাশে আছে। কোচবিহারের রাসমেলা ময়দান থেকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেলন, বিশ্বের সমস্ত বঞ্চিত মানুষের পাশে থাকবে বাংলা। 

মঙ্গলবার কোচবিহারের রাসমেলা ময়দানে ছিল মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা বিতরণ সভা। সেখান থেকেই এনআরসিকে হাতিয়ার করে বিজেপিকে আক্রমণ শানান মমতা। বলেন, 'বিজেপি ভেদাভেদের রাজনীতি করছে। বাংলার মানুষ তা মেনে নেবে না।' মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, 'অসমে এনআরসির চূড়ান্ত তালিকায় ৪০ লক্ষ নাগরিকের নাম বাদ পড়েছে। যার অধিকাংশই বাঙালি।' দেশ ছাড়তে হতে পারে এই আশঙ্কায় অসমে কয়েকজন বাঙালি আত্মহত্যা করেছেন বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। 

বছর ঘুরলেই ঘুরতে শুরু করবে লোকসভা নির্বাচনের চাকা। তার আগে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। বিশেষ করে কোচবিহারের মতো জেলায় বিজেপি গত কয়েক বছরে চোখে পড়ার মতো বেড়েছে। ক্রমশ নিশ্চিহ্ন হয়েছে বাম ও কংগ্রেস। সেই কোচবিহারে দাঁড়িয়েই এদিন বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী। 

ভূ-ভাগে ঢুকছে নিম্নচাপ, আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির পূর্বাভাস

এদিন রাজ্যের কন্যাশ্রীর সঙ্গে কেন্দ্রের 'বেটি বাঁচাও বেটি পঢ়াও' প্রকল্পের তুলনা করে কেন্দ্রকে বেঁধেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, নাবালিকা কন্যাদের জন্য বরাদ্দ বাড়াচ্ছে না কেন্দ্র। রাজ্যের কন্যাশ্রী প্রকল্প যখন গোটা বিশ্বের নজর কেড়েছে তখন মোদীর প্রকল্প শুধুমাত্র লোক দেখানোর জন্য। 

এদিনের সভা থেকে কোচবিহারে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ১০০ দিনের কাজ সহ কোচবিহার প্রশাসনের একাধিক প্রকল্পের প্রশংসা করেন তিনি। বলেন, 'কোচবিহারের মদনমোহন মন্দিরকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলবে কেন্দ্রীয় সরকার।'

.