Mamata Banerjee: 'দুঃখ প্রকাশের ভাষা নেই', মাঝপথেই শেষ প্রশাসনিক বৈঠক

মালদহে প্রশাসনিক বৈঠক করছিলেন তিনি।

Updated By: Dec 8, 2021, 06:51 PM IST
Mamata Banerjee: 'দুঃখ প্রকাশের ভাষা নেই', মাঝপথেই শেষ প্রশাসনিক বৈঠক

নিজস্ব প্রতিবেদন: সেনাবাহিনীর বিমান ভেঙে পড়েছে আগেও। এবার দুর্ঘটনার কবলে পড়লেন সস্ত্রীক চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত (CDS Bipin Rawat)। তামিলনাড়ুর কন্নুরে গভীর জঙ্গলে ভেঙে পড়ল কপ্টার MI-17। সেই খবর পেয়ে মালদহে মাঝপথেই প্রশাসনিক বৈঠক শেষ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, 'দুঃখ প্রকাশের ভাষা নেই। আরও কিছু আলোচনার ছিল। কিন্তু যেহেতু এ রকম দুঃসংবাদ আমাদের কাছে এসেছে, তাই আগেই শেষ করছি'। পরে টুইটও করেন তিনি।

সেনা সূত্রের খবর, কোয়েম্বাটোরের কাছে সুলুরে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটি কপ্টার MI-17 চেপে কুন্নুরের ওয়েলিংটনে যাচ্ছিলেন বিপিন রাওয়াত। সঙ্গে ছিলেন স্ত্রী মধুলিকা ও বেশ কয়েকজন সেনা কর্তা। ঘড়িতে তখন দুপুর ১টা। কন্নুরের গভীর জঙ্গলে ভেঙে পড়ে কপ্টারটি।  ভেঙে পড়ার পর আবার কপ্টারটিতে আগুন লেগে যায়। সংবাদ সংস্থা ANI-র সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত ওই কপ্টারটিতে ১৪ যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ১৩ জনেরই মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদের পরিচয় জানতে দেহগুলি ডিএনএ টেস্ট করা হবে। আর চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত(CDS Bipin Rawat)? তাঁর শারীরিক অবস্থা নিয়ে সরকারি বিবৃতি মেলেনি এখনও। তবে,  দিল্লিতে বিপিনের বাড়িতে গিয়ে পরিজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।

 

তখনও অবশ্য হতাহতের খবর মেলেনি। সবেমাত্র জানা গিয়েছে, তামিলনাড়ুর কন্নুরের জঙ্গলে ভেঙে পড়েছে  চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের কপ্টার। মালদহে প্রশাসনিক বৈঠক চলছিল। মঞ্চেই মুখ্যমন্ত্রীকে দুর্ঘটনার খবর জানান এক সরকারি আধিকারিক। পরিস্থিতি গুরত্ব বুঝে আর দেরি করেননি। মাঝপথেই প্রশাসনিক বৈঠক শেষ করেন মমতা  বন্দ্যোপাধ্যায়। 

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)