কেন লোকসভা নির্বাচনে ফলে খারাপ, পশ্চিম মেদিনীপুরে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে সুপ্রিমো

পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ১৫টি বিধানসভা রয়েছে। তার মধ্যে ৭টাতে পিছিয়ে রয়েছে তৃণমূল। কেন ফল খারাপ-তা নিয়েই এদিন আলোচনা করেন নেত্রী

Reported By: কমলিকা সেনগুপ্ত | Updated By: Jun 28, 2019, 04:47 PM IST
কেন লোকসভা নির্বাচনে ফলে খারাপ, পশ্চিম মেদিনীপুরে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে সুপ্রিমো

নিজস্ব প্রতিবেদন:  হুগলি,নদিয়ার পর এবার পশ্চিম মেদিনীপুর। লোকসভা নির্বাচনে কেন ফল খারাপ হল, তা নিয়ে কাঁটাছেঁড়া করতে  এবার বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

 

সূত্রের খবর, মূলত  ঘাটাল ও মেদিনীপুরের লোকসভা নির্বাচনের ফল নিয়ে পর্যালোচনা হয় এদিনের বৈঠকে।  পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ১৫টি বিধানসভা রয়েছে। তার মধ্যে ৭টাতে পিছিয়ে রয়েছে তৃণমূল। কেন ফল খারাপ-তা নিয়েই এদিন আলোচনা করেন নেত্রী। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, দেব, অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ভাটপাড়ায় গিয়ে অর্জুন সিংয়ের গ্রেফতারের দাবি তৃণমূলের, পাল্টা চ্যালেঞ্জ সাংসদের

পশ্চিম মেদিনীপুর জেলায় ফল খারাপ হওয়ার জন্য বেশ কয়েকটি ফ্যাক্টর কাজ করছে। মূলত সেই বিষয়গুলো নিয়েই এদিন পর্যালোচনা হয়। কীভাবে এই সমস্যার সমাধান করা যায়, কীভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব, তা নিয়ে বৈঠক।

মূলত লোকসভা নির্বাচনের ফলে বেশ কিছুটাই বিপর্যস্ত তৃণমূল। নেতাদের উজ্জীবিত করতে প্রতি শুক্রবার একটি জেলাকে নিয়ে বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে হুগলি ও নদিয়ার জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

 

.