অভিষেকের সভার কয়েকঘণ্টা পরই একের পর এক ছেঁড়া হল মমতার ব্যানার

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, আগামী ১৯ জানুয়ারি তৃণমূলের ব্রিগেড সমাবেশের অগে ভয়ের পরিবেশ তৈরি করতে এই কাজ করেছে বিরোধীরা। তাদের দাবি, ব্রিগেডে যাতে ডুয়ার্স থেকে কম মানুষ যায়, সেজন্যই এসব করছে বিরোধীরা। কে বা কারা পোস্টার ছিঁড়ল তার বিহিত চেয়ে আমরা পুলিসের দ্বারস্থ হব। 

Updated By: Jan 8, 2019, 02:45 PM IST
অভিষেকের সভার কয়েকঘণ্টা পরই একের পর এক ছেঁড়া হল মমতার ব্যানার

নিজস্ব প্রতিবেদন: রাতের অন্ধকারে রাস্তার দু'পাশে ছেঁড়া হল মমতা বন্দ্যোপাধ্যায়রে একের পর এক ব্যানার। সোমবার রাতে জলপাইগুড়ির মাল মহকুমার ওদলাবাড়ির ঘটনা। 

সোমবার ওদলাবাড়িতে ছিল যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। সেই উপলক্ষে জাতীয় সড়কের দুপাশে লাগানো হয়েছিল প্রচুর ব্যানার। মঙ্গলবার সকালে দেখা যায়, কেউ বা কারা ব্লেড দিয়ে কেটে দিয়েছে ব্যানারগুলি। ওদলাবাড়ি চা-বাগান থেকে রাস্তায় প্রায় ৫ কিলোমিটার দৈর্ঘ্যে দু'পাশের ব্যানারগুলির ছিন্নভিন্ন দশা। 

ঘটনার খবর পেয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মাল ব্লক যুব তৃণমূল সভাপতি স্বপন সরকার বলেন, 'যারাই একাজ করে থাকুক, ঠিক করেনি।' নির্দিষ্ট করে কারা একাজ করেছেন বলতে না পারলেও তৃণমূলের অভিযোগের আঙুল বিজেপির দিকে।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, আগামী ১৯ জানুয়ারি তৃণমূলের ব্রিগেড সমাবেশের অগে ভয়ের পরিবেশ তৈরি করতে এই কাজ করেছে বিরোধীরা। তাদের দাবি, ব্রিগেডে যাতে ডুয়ার্স থেকে কম মানুষ যায়, সেজন্যই এসব করছে বিরোধীরা। কে বা কারা পোস্টার ছিঁড়ল তার বিহিত চেয়ে আমরা পুলিসের দ্বারস্থ হব।  

কর্মসূচিতে কাটছাঁট, বাংলার ৪ জায়গা থেকে বেরোবে বিজেপির রথ

অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতা নিরঞ্জন পাল বলেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরেই ব্যানার ছেঁড়া হয়েছে। ডুয়ার্সে যুব তৃণমূল বনাম মূল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ চরমে পৌঁছেছে। বিজেপি পোস্টার - ব্যানার ছেঁড়ার রাজনীতিতে বিশ্বাস করে না। 

ওদিকে শাসকদলের ব্যানার ছেঁড়ার ঘটনায় চাপা আতঙ্ক রয়েছে এলাকায়। 

.