Suvendu গদ্দার-মীরজাফর, Nandigram থেকে ঘাড় ধরে তাড়াব! বিরোধী দলনেতাকে আক্রমণ কুণালের

নন্দীগ্রামে উপনির্বাচন হলে মমতা বন্দ্যোপাধ্যায় ২২ হাজার ভোটে জিতবেন: কুণাল ঘোষ

Updated By: Nov 10, 2021, 01:11 PM IST
Suvendu গদ্দার-মীরজাফর, Nandigram থেকে ঘাড় ধরে তাড়াব! বিরোধী দলনেতাকে আক্রমণ কুণালের

নিজস্ব প্রতিবেদন: 'অপারেশেন সূর্যোদয়'-এর বর্ষপূর্তি। নন্দীগ্রামে (Nandigram) শহিদ স্মরণে তৃণমূল কংগ্রেস (TMC)। তেখালির সভা থেকে শাসকদলের নিশানায় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের বিরোধী দলনেতাকে 'অকৃতজ্ঞ, বেইমান, নরকের কীট' বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। 

বুধবার সভামঞ্চ থেকে নন্দীগ্রামের (Nandigram) মানুষের উদ্দেশ্যে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "আপনাদের কাছে মুখ্যমন্ত্রী নির্বাচনের সুযোগ এসেছিল। আপনারা মিস করেছেন।" এরপরই বিরোধী দলনেতার উদ্দেশ্যে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূল মুখপাত্র। তিনি বলেন, "নন্দীগ্রামে (Nandigram) উপ-নির্বাচন হবে। পুনর্গণনা হলে মমতা বন্দ্য়োপাধ্যায় ২২ হাজার ভোটে জিতবেন। শুভেন্দুকে (Suvendu Adhikari) ঘাড় ধরে নন্দীগ্রাম থেকে তাড়াব।" এদিনের বক্তৃতায় বেশির ভাগ সময়ই তৃণমূল নেতাদের নিশানায় ছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।     

আরও পড়ুন: Malda: পড়শি বিবাদে টোটোচালককে প্রাণনাশের 'হুমকি' পুর প্রশাসকের ছেলের

আরও পড়ুন: Krishnanagar: টানা বিক্ষোভে আটকে অ্যাম্বুলেন্স, মর্মান্তিক মৃত্যু শিশুর

কুণাল ঘোষের (Kunal Ghosh) আরও অভিযোগ, "শুভেন্দু (Suvendu Adhikari) অকৃতজ্ঞ, বেইমান। নন্দীগ্রামে দিনের পর দিন বিষ ছড়িয়েছে শুভেন্দু (Suvendu Adhikari)। মানুষকে ভাগ করেছে শুভেন্দু (Suvendu Adhikari)। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নরকের কীট। গদ্দার, মীরজাফর, বিভীষণ।" 

একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে (Mamata Banerjee) পরাজিত করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যদিও তাঁর বিরুদ্ধে কারচুপির অভিযোগ করেছে তৃণমূল (TMC)। আদালতের দ্বারস্থ হয়েছে শাসকদল। তৃণমূল মুখপাত্রের কটাক্ষ, শুভেন্দুকে (Suvendu Adhikari) রাজনীতিতে জন্ম দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর গোটা পরিবারকেও রাজনীতির মঞ্চে জন্ম দিয়েছেন তিনিই। নন্দীগ্রামের (Nandigram) মানুষের উদ্দেশ্যে কুণাল বলেন, "লড়াই আপনারা করেছেন। শহিদের রক্ত বিক্রি করে নিজের রাজনৈতিক কেরিয়ার তৈরি করেছে শুভেন্দু (Suvendu Adhikari)।"

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.