close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

টাকার জন্য আত্মীয়কে খুন করে চম্পট যুবক

গত ৯ দিন ধরে আত্মীয়ের বাড়িতেই ছিল নিমা।

Updated: Dec 27, 2018, 04:55 PM IST
টাকার জন্য আত্মীয়কে খুন করে চম্পট যুবক

নিজস্ব প্রতিবেদন : আত্মীয়ের হাতে খুন প্রৌঢ়। মৃতের নাম সহদেব রাই। বয়স ৫৬ বছর। ঘটনাটি ঘটেছে কালিম্পঙে। খুনের পর থেকেই অভিযুক্ত পলাতক। অভিযুক্তের তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন, বাগুইআটিতে বড়সড় ডাকাতির ছক বানচাল পুলিসের

কালিম্পং শহর থেকে ৩০ কিলোমিটার দূরে রম্ফু থানার অন্তর্গত মনসং গ্রাম। সেখানেই এদিন সাতসকালে আত্মীয়ের হাতে খুন হন সহদেব রাই। অভিযুক্তের নাম নিমা শেরপা। বয়স ২২ বছর। সিকিমের টেন্ডুং এলাকার ডারাগাঁও-এ বাড়ি নিমা শেরপার। এখানে সহদের রাইয়ের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।  

আরও পড়ুন, মুম্বইয়ের কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার বসিরহাটে

জানা গিয়েছে, গত ৯ দিন ধরে আত্মীয়ের বাড়িতেই ছিল নিমা। এদিন সকালে সহদেব রাই-এর স্ত্রী কাজে চলে গেলে ফাঁকা বাড়িতে সহদেবকে খুন করে নিমা। ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সহদেব রাই।  

আরও পড়ুন, মামাবাড়ি বেড়াতে এসে মর্মান্তিক পরিণতি ভাইবোনের

এরপর আলমারি ভেঙে টাকা পয়সা নিয়ে চম্পট দেয় নিমা। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, টাকা-পয়সার জন্যই এমন কাজ করেছে নিমা।  কাজ থেকে বাড়ি ফিরে রক্তাক্ত অবস্থায় স্বামীকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন সহদেবের স্ত্রী। পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালিম্পং হাসপাতালে পাঠিয়েছে।