West Midnapore: মাংস রান্না হয়নি কেন? ঘাটালে অন্তঃস্বত্ত্বা স্ত্রীর দুই হাত কাটল স্বামী!

West Midnapore:  আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই গৃহবধূ। স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিস।

Updated By: Dec 26, 2024, 07:54 PM IST
West Midnapore: মাংস রান্না হয়নি কেন? ঘাটালে অন্তঃস্বত্ত্বা স্ত্রীর দুই হাত কাটল স্বামী!

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: সকালে মাংস এনে দিয়েছেন, বিকেলেও কেন রান্না শেষ হল না? অন্তঃসত্ত্বা স্ত্রীর উপরে চড়াও হলেন স্বামী। কেটে দিলেন দুই হাত! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই গৃহবধূ। গ্রেফতার স্বামী ও শাশুড়ি। বড়দিনে রক্তারক্তি কাণ্ড পশ্চিম মেদিনীপুরের দাসপুরে।

আরও পড়ুন:  Canning: বিষধর সাপের ছোবল! নিজের জেদেই প্রাণে বাঁচল ছাত্রী....

স্থানীয় সূত্রে খবর, ওই গৃহবধূর নাম জ্যোৎস্না সিং। বাড়ি, দাসপুরের বালিপোতা গ্রামে। ৯ মাসের অন্তঃস্বত্ত্বা তিনি। গতকাল, বুধবার বড়দিনের সকালে একটি বক শিকার করেন জ্যোত্‍স্নার স্বামী বিকাশ। এরপর সেই বকটিকে বাড়ি এনে, স্ত্রীকে মাংস রাঁধতে বলে উধাও হয়ে যান তিনি। বিকেলে বাড়ি ফেরে মত্ত অবস্থায়।

এদিকে তখনও রান্না করছিলেন জ্যোত্‍স্না। তা দেখেই মেজাজ হারান বিকাশ। অভিযোগ, স্ত্রীর উপর চড়াও হন তিনি। ধারালো অস্ত্রের কোপ দুই হাতে কেটে দেন। শেষে চিত্‍কার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। কোনওমতে ওই গৃহবধূকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পাশেই অন্য় একটি বাড়িতে। ততক্ষণে জ্ঞান হারিয়েছেন তিনি।  খবর দেওয়া হয় ঘাটাল থানায়।

পুলিস এসে, জ্যোৎস্নাকে পাঠায় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে। যে বটিটি ব্যবহার করেছিল স্বামী, সেই বটিটিও উদ্ধার করে পুলিস। গ্রেফতার করা হয় বিকাশ ও তাঁর মা  চুনি সিং। স্থানীয় আদিবাসী সংগঠনের নেতা  রাকেশ নায়েক  বলেন, 'আদিবাসী সমাজে আগে পশু, পাখি শিকার করার রেওয়াজ ছিল। এখনও কিছু সেটা ভুলতে পারেননি। সংগঠনের তরফে আমরা সমাজে সচেতনতামুলক প্রচার করছি, কিন্তু আমরা ব্যর্থ'। তাঁর মতে, 'প্রশাসনও যদি সাহায্য করে, তবেই এটা বন্ধ হবে'।

আরও পড়ুন:  Local Train Cancel: বছর শেষে চরম ভোগান্তির মুখে নিত্যযাত্রীরা! শিয়ালদহে বাতিল বহু ট্রেন, কবে?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.