Agarpara: জুয়ার আসরে পুলিসের অভিযান, 'তাড়া খেয়ে' ভয়ঙ্কর পরিণতি যুবকের

পরিবারের অভিযোগ, ঘোলা থানার পুলিস দেখছিল বিশাল পুকুরে ঝাঁপ দিয়েছে। কিন্তু তার পরেও পুলিস কেন তাকে উদ্ধার না করে চলে গেল?

Updated By: May 25, 2022, 03:00 PM IST
Agarpara: জুয়ার আসরে পুলিসের অভিযান, 'তাড়া খেয়ে' ভয়ঙ্কর পরিণতি যুবকের

বরুণ সেনগুপ্ত: পুলিসের তাড়া খেয়ে ভয়ঙ্কর পরিণতি হল আগরপাড়ার এক যুবকের। বুধবার একটি পুকুর থেকে উদ্ধার হল তার মৃতদেহ।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বছর ২৬ এর যুবক বিশাল দাস বন্ধুদের সঙ্গে জুয়া খেলছিল আগরপাড়ার উসুমপুর বটতলা মাঠ সংলগ্ন একটি জায়গায়। গোপন সূত্রে খবর পেয়ে সেই সময় ওই জুয়ার আসরে অভিযান চালায় পুলিস। পুলিস আসছে দেখেই সম্ভবত মাঠ সংলগ্ন একটি পুকুরে ঝাঁপ দেয় বিশাল। এমনটাই দাবি স্থানীয়দের।

এদিকে, পরিবারের দাবি, পুলিস চলে গেলেও ঘরে ফেরেনি বিশাল। শুরু হয় খোঁজখবর। বুধবার সকালে মাঠ সংলগ্ন ওই পুকুর থেকে উদ্ধার হয় বিশালের মৃতদেহ। স্থানীয় বাসিন্দারা মৃতদেহ দেখতে পেয়ে খবর দেয় তার বাড়িতে। 

পরিবারের অভিযোগ, ঘোলা থানার পুলিস দেখছিল বিশাল পুকুরে ঝাঁপ দিয়েছে। কিন্তু তার পরেও পুলিস কেন তাকে উদ্ধার না করে চলে গেল? ওই ঘটনায় দোষীদের শাস্তির দাবি করেছে পরিবার। 

আরও পড়ুন-পাহাড়ে স্থায়ী সমাধানের দাবিতে আমরণ অনশন শুরু বিমল গুরুংয়ের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.