বিহার থেকে খালি হাতে ফিরল CID, হেফাজতে পাওয়া গেল না মণীশ খুনে অভিযুক্ত সুবোধকে
এদিকে হামলাকারী ৬ শুটারের একজনকেও এখনও ধরতে পারেনি সিআইডি।
নিজস্ব প্রতিবেদন: খালি হাতেই ফিরতে হল বিহার থেকে। মণীশ শুক্লা খুনে অভিযুক্ত সুবোধ সিংকে হেফাজতে পেল না সিআইডি। পাটনার জেলে বসেই সুবোধ সিং মণীশ খুনের ছক সাজায় বলে অভিযোগ। কিন্তু আইনি জটিলতায় তাঁকে হেফাজতে পাননি রাজ্যের গোয়েন্দারা। সামনেই বিহার ভোট। তার আগে সুবোধের মতো দাগী অপরাধীকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না সে রাজ্যের পুলিস।
আরও পড়ুন: সাংসদ দেবের গ্রামে আক্রান্ত যুব তৃণমূল সভাপতি, গোষ্ঠীকোন্দল না নেপথ্যে বিজেপি?
তার ওপর থেকে পাঁচটি রাজ্যে সুবোধের নামে মামলা ঝুলে আছে। ফলে তাকে হেফাজতে নেওয়ার ক্ষেত্রে জটিলতা আছে। এদিকে হামলাকারী ৬ শুটারের একজনকেও এখনও ধরতে পারেনি সিআইডি। বিহারেই তদন্তকারীদের হাত ফসকে চম্পট দেয় এদের এক জন। ধৃত নাসির খান বাংলাদেশি হওয়ায় তাঁকে হেফাজতে নেওয়াতেও রয়েছে বেশকিছু আইনি জটিলতা।