পাশে হাতির পায়ের ছাপ, নদীর ধারে উদ্ধার দেহ
জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম বন্ধু তির্কি।বাড়ি মাল ব্লকের বড়োদীঘি এলাকায়।
নিজস্ব প্রতিবেদন: নদীর ধার থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মঙ্গলবার সকালে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের বার্মাবাড়ি এলাকায় নেওড়া নদীর ধার থেকে ওই দেহটিকে উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা দেহটিকে দেখতে পেয়ে খবর দেয় মেটেলি থানায়।পুলিশ গিয়ে দেহটিকে উদ্ধার করে।
আরও পড়ুন: পাঁচিল ঘেরা জমিতেই চলত মরা পশুর মাংস কাটার কাজ!
জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম বন্ধু তির্কি।বাড়ি মাল ব্লকের বড়োদীঘি এলাকায়। মৃতদেহের পাশে হাতির পায়ের ছাপ ছিল। বাসিন্দাদের ধারণা হাতির পায়ের চাপেই পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তিটির। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় ওই ব্যক্তি নদীর ধারে গরু চড়াতে যান। রাতে বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।
আরও পড়ুন: হাওড়া আসার পথে কালকা মেলের কামরায় আগুন
মঙ্গলবার সকালে নদীর ধারে দেহ দেখাতে পান স্থানীয়রা। দেহটিকে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।