অগ্নিমিত্রা পালের কর্মসূচিতে ধুন্ধুমার, মাঝপথেই মিছিল রুখল পুলিস
বিক্রি কমে যাওয়ায় সমস্যায় পড়েন ব্যবসায়ীরা। এরই প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চার তরফে শেওড়াফুলি পুলিস ফাঁড়িতে ডেপুটেশন দেওয়ার কথা ছিল রাজ্য বিজেপি মহিলা মোর্চার।
নিজস্ব প্রতিবেদন: এবার শেওড়াফুলিতে অগ্নিমিত্রা পালের মিছিল আটকে দিল পুলিস। জিটি রোড ধরে শেওড়াফুলি পুলিস ফাঁড়ির দিকে এগোতেই বিজেপি মহিলা মোর্চার মিছিল রুখে দেয় পুলিস। তাদের দাবি, মিছিলের কোনও অনুমতি ছিল না পদ্ম শিবিরের। পাঁচ মাস আগে শেওড়াফুলি পাইকারি বাজার সরিয়ে নিয়ে যাওয়া হয় বৈদ্যবাটি আরএমসিতে। ফলে স্টেশন সংলগ্ন বাজারে ক্রেতার সংখ্যা কমে যায়।
আরও পড়ুন: মাইক লাগানো শেষ! পাড়ায় পাড়ায় মহালয়া শোনাবে তৃণমূল
বিক্রি কমে যাওয়ায় সমস্যায় পড়েন ব্যবসায়ীরা। এরই প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চার তরফে শেওড়াফুলি পুলিস ফাঁড়িতে ডেপুটেশন দেওয়ার কথা ছিল রাজ্য বিজেপি মহিলা মোর্চার। তার জন্যই রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে শুরু হয় মিছিল। তবে পুলিস ফাঁড়িতে পৌছনোর আগেই মিছিল আটকে দেয় পুলিস।