Santoshpur Fire: সন্তোষপুর স্টেশনের পাশে অগ্নিকাণ্ড, ব্যাহত ট্রেন চলাচল
আগুন লাগল ২ নম্বর প্ল্যাটফর্মের লাগোয়া বেশ কয়েকটি দোকানে। বিকেল থেকে শিয়ালদহ-বজবজ শাখায় বন্ধ ছিল ট্রেন চলাচল।
![Santoshpur Fire: সন্তোষপুর স্টেশনের পাশে অগ্নিকাণ্ড, ব্যাহত ট্রেন চলাচল Santoshpur Fire: সন্তোষপুর স্টেশনের পাশে অগ্নিকাণ্ড, ব্যাহত ট্রেন চলাচল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/04/06/414888-ashok.png)
রণয় তেওয়ারি: রেলের জমিতেই দোকান! দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুর স্টেশনের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভষ্মীভূত হয়ে গেল কমপক্ষে ১৫টি দোকান। বেশ কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকল শিয়ালদহ-বজবজ শাখায়।
স্থানীয় সূত্রের খবর, ঘড়িতে তখন সাড়ে ৫টা। এদিন বিকেলে সন্তোষপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের কাছে এক ঝুপড়িতে আগুন লেগে যায়। এরপর সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে দোকানগুলিতেও! কালো ধোঁয়া ঢেকে যায় চারপাশ। এলাকাটি যথেষ্ট ঘিঞ্জি। ফলে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২ ইঞ্জিন। পরে ঘটনাস্থলে পাঠানো হয় আরও বেশ কয়েকটি ইঞ্চিন। এদিকে ততক্ষণে শিয়ালদহ-বজবজ শাখায় বন্ধ হয়ে গিয়েছে ট্রেন চলাচল। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, রেলের জমিতে যে দোকানগুলি ছিল, সেই দোকানগুলিতে আগুন লেগে যায়। যাত্রীদের নিরাপত্তার কারণে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
ঘণ্টা তিনেকের চেষ্টার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। রাতেই স্বাভাবিক হয়ে যায় ট্রেন চলাচলও। কীভাবে আগুন লাগল? তা এখনও স্পষ্ট নয়। তবে, স্থানীয় একাংশের দাবি, যখন আগুন জ্বলছিল, তখন বিস্ফোরণের শব্দ শুনেছেন তাঁরা।
আরও পড়ুন: Bankura: পরিচালন সমিতির সভাপতির সঙ্গে দ্বন্দ, প্রধান শিক্ষিকাকে চোর স্লোগান
এর আগে, উত্তর চব্বিশ পরগনার হাবরা স্টেশনের পাশে রেলবস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ভষ্মীভূত হয়ে গিয়েছিল ৫০টি ঝুপড়ি! ব্যাহত হয়েছিল ট্রেন পরিষেবাও।