বসন্তে মৌসমের বদল, কংগ্রেস থেকে তৃণমূলে এলেন উত্তর মালদার সাংসদ

 “এই মুহূর্তে ভারতবর্ষের একমাত্র মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। উনিই আমাদের নেত্রী। বিজেপিকে হারাতে তাঁর নেতৃত্বেই লড়ব। ওদের এক ইঞ্চি জমিও ছাড়ব না। বিজেপি হারাতে যা যা করতে হয় করব।”

Updated By: Jan 28, 2019, 07:56 PM IST
বসন্তে মৌসমের বদল, কংগ্রেস থেকে তৃণমূলে এলেন উত্তর মালদার সাংসদ

কমলিকা সেনগুপ্ত ও সুতপা সেন

গত বছর নভেম্বরের কথা। আমরাই প্রথম জানিয়েছিলাম খুব শীঘ্রই শাসক দলের হাত ধরতে চলেছেন মালদা উত্তরের কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নুর। সেটাই সত্যি হল। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সোমবার নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরলেন মৌসম। এবং আস্থা রাখলেন তৃণমূল নেত্রীর উপরই।  

এদিন দল বদলের পর সদ্য প্রাক্তন হওয়া কংগ্রেস নেত্রী জানান, “এই মুহূর্তে ভারতবর্ষের একমাত্র মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। উনিই আমাদের নেত্রী। বিজেপিকে হারাতে তাঁর নেতৃত্বেই লড়ব। ওদের এক ইঞ্চি জমিও ছাড়ব না। বিজেপি হারাতে যা যা করতে হয় করব।” সূত্রের খবর, আসন্ন লোকসভা ভোটে মালদা উত্তর আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এবং সেটা অবশ্যই ঘাসফুলের প্রতীকে। তাছাড়াও তাঁকে মালদা-সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রচারের দায়িত্ব দিল তৃণমূল। মালদা জেলার সাধারণ সম্পাদকও করা হবে মৌসমকে।

(নবান্নে এসে তৃণমূলে কংগ্রেসে যোগ দিলেন মালদা উত্তরের কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নুর)

ওয়াকিফহাল মহলের একাংশ মনে করছে, উত্তর মালদা থেকে মৌসমের হাত বদলে কার্যত গড় শূন্য হয়ে গেল প্রদেশ কংগ্রেস।  অন্যদিকে, ওই আসনে নিজেদের জমি শক্ত করল তৃণমূল কংগ্রেস। এবং সেটা এতটা সহজে সম্ভব হল শুভেন্দু অধিকারীর সৌজন্যেই।

আরও পড়ুন: বাড়িতে পড়ে গিয়ে ভেঙেছে কোমরের হাড়, ব্রিগেডে থাকছেন না গৌতম দেব

মুর্শিদাবাদ, মালদার দায়িত্ব পাওয়ার পর থেকেই কংগ্রেসের একের পর এক উইকেট দলের ঝুলিতে পুরছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী। নতুন বছরে জালে তুললেন বড় মাছ। লোকসভা ভোটের আগে রাজ্যে বিরোধী কংগ্রেসকে যেমন ধাক্কা দিলেন, ঠিক তেমনই দলকে আরও শক্ত ভীতে দাঁড় করিয়ে দিলেন শুভেন্দু।

আরও VIDEO: দলের ফলে না-খুশ, তেরঙা ছুড়ে ফেলে দিলেন অনুব্রত

পঞ্চায়েত ভোটের পর থেকেই মৌসম বেনজির নুরের সঙ্গে কথা বার্তা বলছিলেন তৃণমূলের এই প্রাক্তন সাসংদ তথা যুব নেতা। এমনও শোনা যাচ্ছিল, তৃণমূলের দিকে পা বাড়িয়েই রেখেছিলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলতে শুরু করেছিলেন, মৌসমের দলবদল কেবল সময়ের অপেক্ষা। অবশেষে সেটাই হল। লোকসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মৌসম বেনজির নুর। 

.