আরবি পোশাকে আপত্তি নেই, যত আপত্তি 'হ্যাপি দেওয়ালি'তে? অনুপম রায়কে কটাক্ষ তথাগতর

তথাগত রায় লিখেছেন, 'শুধু আরব শেখের পোশাক পরা নয়, সেঙ্গে দাঁত বার করে হাসা! দেখো, আমি কত 'সেকুলার'! আমার চেয়ে অনেক ছোট, তবু না বলে পারছি না, কী সীমাহীন নির্লজ্জতা!' 

Updated By: Oct 21, 2019, 07:45 PM IST
আরবি পোশাকে আপত্তি নেই, যত আপত্তি 'হ্যাপি দেওয়ালি'তে? অনুপম রায়কে কটাক্ষ তথাগতর

মৌপিয়া নন্দী

ফের একবার টুইটারে আক্রমণাত্মক মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। এবার তাঁর নিশানা গায়ক ও সুরকার অনুপম রায়। এবার আরবি পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবি তুলে ধরে অনুপমের ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন তথাগতবাবু। 

সম্প্রতি বাঙালিয়ানার পক্ষে সওয়াল করে একটি টুইট করেন অনুপম। গত শনিবার করা সেই টুইটে তিনি লেখেন, 'বাঙালিকে আর একটু সচেতন হতেই হবে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। না হলে কালী পুজো কেড়ে নিয়ে আমাদের ঘাড়ে দিওয়ালি চাপিয়ে দেওয়া হবে।' 

 

অনুপমের সেই মন্তব্যের পাশে তাঁর আরবি পোশাক পরা ছবি তুলে ধরে টুইট করেন এক ব্যক্তি। প্রশ্ন তোলেন, 'কালীপুজোর দিন 'হ্যাপি দিওয়ালি' বললে বাঙালির অস্তিত্ব বিপন্ন হয়ে যায়। কিন্তু ইদ উপলক্ষে আরবি শেখের সংস্কৃতি নিয়ে এলে বাঙালির অস্তিত্ব বিপন্ন হয় না মিস্টার অনুপম রায়।'

জবাবে তথাগত রায় লিখেছেন, 'শুধু আরব শেখের পোশাক পরা নয়, সেঙ্গে দাঁত বার করে হাসা! দেখো, আমি কত 'সেকুলার'! আমার চেয়ে অনেক ছোট, তবু না বলে পারছি না, কী সীমাহীন নির্লজ্জতা!' 

গাড়ির বাইরে থেকেই গুলি করে খুন দেবাঞ্জনকে, ফরেন্সিক রিপোর্টে সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন অনুপম। সেখান থেকে তথাগত রায়ের মন্তব্যের জবাবে ZEE ২৪ ঘণ্টাকে গায়ক জানিয়েছেন, 'তথাগত রায়ের বক্তব্য তাঁর রুচিবোধের পরিচায়ক। ওর মতে কি উত্তর ভারতের হিন্দুত্বটাই আসল হিন্দুত্ব। বাংলার হিন্দুত্ব নকল? আসলে হিন্দি সাম্রাজ্যবাদকে এখানে প্রতিষ্ঠা করতে চাইছেন ওরা।' 

.