আমফানের দাপটে নষ্ট লক্ষ লক্ষ টাকার পানের বরোজ, চোখে জল সর্বহারা চাষীদের
জহরব্রত পালন করার মত বরজের পর বরজ পান প্রাণ হারিয়েছে। চোখের জল মুছছেন চাষিরা।
নিজস্ব প্রতিবেদন: কোলের ছেলে মানুষ করার মত করে যত্নে পান চাষ। পান অসূর্যস্পশ্যা । পাট কাঠির বরজে বড় নিয়মে বেড়ে ওঠে পান। যে কেউ ঢুকতে পারে না পান বরজে। অসূর্যস্পশ্যা পানকে বে আব্রু করে দিয়েছে বিদেশি আমপান। যেন তীব্র রিরিংসায় তছনছ করে দিয়েছে বনেদি পানকে। জহরব্রত পালন করার মত বরজের পর বরজ পান প্রাণ হারিয়েছে। চোখের জল মুছছেন চাষিরা।
আরও পড়ুন: আমফানের তাণ্ডব আম বাগানে, মরসুম আসার মুখেই তছনছ সমস্ত বাগান
ক্ষতিগ্রস্ত দেগঙ্গার কয়েকহাজার পান চাষীরা বলছেন লাখ লাখ টাকা ক্ষতি হয়ে গেল। দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়, ক্যানিং, বাসন্তী, গোসাবা, ঝড়খালী-সহ বিস্তীর্ণ এলাকায় পালং, ক্যাপসিকাম, লঙ্কা প্রচুর পরিমাণে চাষ হয়। সঙ্গে পানের বরজ আছে। আমফানের তাণ্ডবে ওইসব ব্লক এলাকার অধিকাংশ পান বরজ মাটিতে শুয়ে পড়েছে। এখন কী হবে। এই প্রশ্ন করার মত শক্তিও নেই সবহারা চাষিদের।