Suvendu Adhikari: লটারিতে ১ কোটি জিতলেন তৃণমূল বিধায়কের স্ত্রী, তহবিল তছরুপের অভিযোগ বিজেপির
তৃণমূল বিধায়কের লটারিতে এক কোটি টাকা জেতার বিষয়টি নিয়ে আসরে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তৃণমূল বিধায়কের স্ত্রীর লটারি জয়ের খবর প্রকাশ্যে আসার পরই একাধিক ট্যুইট করেছেন বিরোধী দলনেতা৷
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডিয়ার লটারির পুরস্কারস্বরূপ ১ কোটি টাকা জিতেছেন জোড়াসাঁকোর তৃণমূল বিধায়র বিবেক গুপ্তার স্ত্রী। এরপরই টাকা তছরুপের বিস্ফোরক অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতার দাবি, ডিয়ার লটারির সঙ্গে বাংলার শাসক দল তৃণমূলের যোগ আছে। বিজেপি নেতা অভিযোগ করেন, 'লটারি কোম্পানির সঙ্গে তৃণমূলের যোগাযোগ রয়েছে। তিনি বলেন, ‘ডিয়ার (ভাইপো) লটারি এবং তৃণমূলের মধ্যে সম্পর্ক রয়েছে। টাকা কামানোর সহজ উপায়।'
আরও পড়ুন, Panchayet Vote: পঞ্চায়েত ভোটের প্রস্তুতি; নভেম্বরেই সর্বদল বৈঠক, খসড়া ভোটার তালিকা প্রকাশ
বিরোধী নেতার অভিযোগ, সাধারণ মানুষ টিকিট কিনলেও তৃণমূল নেতারা বাম্পার পুরস্কার জিতেছেন। কালো টাকা সাদা করা হচ্ছে এই লটারি দিয়ে। লটারি জেতার বিষয়টা পুরোটাই আইওয়াশ। সাধারণ মানুষের নামে কেনা লটারির টাকা ঢুকছে তৃণমূল নেতাদের অ্যাকাউন্টে। টুইটে তিনি লেখেন, ‘প্রথম অনুব্রত মণ্ডল জ্যাকপট জিতেছেন এবং এখন তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তার স্ত্রী ১ কোটি টাকা জিতেছেন।'
I've been saying this all along, that Dear (Bhaipo) Lottery & TMC have a tangled relationship. It's an easy way to launder money.
Common people buy tickets but TMC leaders win bumper prize. First Anubrata Mondal won the jackpot & now TMC MLA Vivek Gupta's wife has won 1 crore: pic.twitter.com/owtdGOk6xD— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) October 27, 2022
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও লিখেছেন শুভেন্দু অধিকারী। চিঠিতে বিজেপি নেতা দাবি করেছেন, ডিয়ার লটারির বড় বাজার রয়েছে বাংলায়, কিন্তু তা পুরোটাই অনিয়ন্ত্রিত। শুভেন্দু তার চিঠিতে লেখেন, "লটারির পুরো বিষয়টাই অনিয়ন্ত্রিত এবং সেখানে অসাধু পদ্ধতি অবলম্বন করা হয়েছে। যার ফলে কোটি কোটি টাকা তছরূপ হচ্ছে। যার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা প্রয়োজন।" তবে বিজেপি নেতার এই অভিযোগের বিরুদ্ধে মুখ খুলেছেন বিবেক গুপ্তা। তৃণমূল বিধায়ক বলেন, তাঁর স্ত্রীর ওপর অন্যায়ভাবে রাজনৈতিক আক্রমণ করা হচ্ছে। এই টাকা নিয়ে তিনি কী করবেন সেটা তার ব্যক্তিগত বিষয়। যেহেতু আমার স্ত্রী অনেক সামাজিক কাজের সঙ্গে যুক্ত সেখানেও এই টাকা ব্যবহার করতে পারেন।
প্রসঙ্গত, এই বছরের শুরুর দিকে জানা যায় যে ডিয়ার লটারির প্রথম পুরস্কার ১ কোটি টাকা পেয়েছেন অনুব্রত মণ্ডল। তারপর লটারি কেটে কোটি টাকা জিতেছেন জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তার স্ত্রী রুচিকা গুপ্তা। আর এই নিয়েই আক্রমণ শানিয়েছেন শুভেন্দু। শুভেন্দু অধিকারীর অর্থ তছরূপের অভিযোগের জবাবে তৃণমূল নেতা বলেন, ‘আমি জানতাম না যে, আমার এত ক্ষমতা যে অন্য রাজ্য কোনও লটারি কোম্পানিকে প্রভাবিত করতে পারব। তাও আবার বিজেপি শাসিত নাগাল্যান্ড রাজ্যের।'
আরও পড়ুন, Duare Sarkar: নভেম্বরেই রাজ্যে ফের 'দুয়ারে সরকার', মিলবে আরও দুটি পরিষেবা