close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

ভাটপাড়ায় পুলিসের উপরে ইট, পাথর, লাঠি, রড নিয়ে চড়াও হল জনতা

ফের উত্তপ্ত ভাটপাড়া। পুলিসকে লক্ষ্য করে ইট-পাটকেল। পাল্টা কাঁদানে গ্যাস। 

Updated: Jun 21, 2019, 05:29 PM IST
ভাটপাড়ায় পুলিসের উপরে ইট, পাথর, লাঠি, রড নিয়ে চড়াও হল জনতা

নিজস্ব প্রতিবেদন: পুলিস-জনতা সংঘর্ষে ফের রণক্ষেত্র ভাটপাড়া। কমব্যাট ফোর্স ও র‍্যাফকে লক্ষ্য ইট-পাটকেল। জওয়ানদের দিতে লাঠি-রড নিয়ে তেড়ে গেল জনতা। কাঁদানে গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল পুলিস। 

কয়েকদিন ধরে উত্তপ্ত ভাটপাড়া-কাঁকিনাড়া। বৃহস্পতিবার গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান দুজন। ওই দুজনের দেহ নিয়ে শুক্রবার মিছিলের পরিকল্পনা করেছে বিজেপি। তার আগে এলাকায় ঢোকে বারাকপুর কমিশনারেটের একটি দল। পুলিস প্রস্তাব দেয়, অশান্তি এড়ানে বিধায়ক ও সাংসদদের ছাড়া মিছিল করা হোক। কারণ তাঁরা থাকলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা পুলিসের। এরপরই উত্তেজিত হয়ে পড়ে জনতা।

পুলিসের দিকে তেড়ে যান কমব্যাট ফোর্স ও র‍্যাফের জওয়ানদের লক্ষ্য করে ইট-পাটকেট ছোড়ে কয়েকজন যুবক। লাঠি-রড বেরিয়ে আসেন তাঁরা। পিছু হটে পুলিস। পড়ে যান র‍্যাফের কয়েকজন জওয়ান। ইটের ঘায়ে জখম হয়েছেন অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিস।                      

ঘটনাস্থলে ছিলেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং ও নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং। তাঁদের অনুরোধে নিয়ন্ত্রণে আসে জনতা। শুরু হয় মৃতদেহ নিয়ে মিছিল। 

আরও পড়ুন- 'কাটমানি' হিসাবে লাউ এনে জোর ধমক খেলেন কলকাতা পুরসভার আধিকারিক