চলন্ত অটোয় ফের শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার সেনাকর্মী

বেলঘড়িয়া থেকে অটোয় ওঠেন অভিযোগকারী তরুণী।

Updated By: Jun 23, 2018, 09:49 AM IST
চলন্ত অটোয় ফের শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার সেনাকর্মী

নিজস্ব প্রতিবেদন : ফের চলন্ত অটোয় শ্লীলতাহানির অভিযোগ সহযাত্রীর বিরুদ্ধে। শুক্রবার ভরসন্ধ্যায় ঘটনাটি ঘটে বেলঘরিয়া বারাকপুর রুটের অটোয়। অভিযুক্ত ব্যক্তি সেনাকর্মী। পুলিস তাকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন-  সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজের বিরুদ্ধে কোমর বেঁধে যুদ্ধে নামল তৃণমূল

জানা গেছে, বেলঘড়িয়া থেকে অটোয় ওঠেন অভিযোগকারী তরুণী। তাঁর দাবি, আগরপাড়া থেকে অটোয় উঠেই তাঁর সঙ্গে অশালীন ব্যবহার শুরু করে অভিযুক্ত। চলন্ত অটোতেই চলতে থাকে শারিরীক নিগ্রহ! শেষে বারাকপুর চিড়িয়ামোড়ের কাছে ট্রাফিক বুথে অটো থামিয়ে অভিযুক্তকে নিয়ে পুলিসের হাতে তুলে দেন তরুণী। খবর পেয়ে টিটাগড় থানার পুলিস ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। পরে তাকে গ্রেফতার করে পুলিস। অভিযুক্ত সেনাকর্মী হরিয়ানার বাসিন্দা।

.