রোদ্দুর দেখে ধোঁকা খাবেন না, যে কোনও সময় ফের নামতে পারে ভারী বৃষ্টি
বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩৫ - ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: এক দুর্যোগ কাটতে না-কাটতে ফের দুর্যোগের আশঙ্কা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণেরের সম্ভাবনা। লাগাতার বর্ষণে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের নীচু এলাকাগুলি জলমগ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। মঙ্গলবার সকালে নিম্নচাপতি পশ্চিমঙ্গ ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। এর ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা।
বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩৫ - ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে।
পরিবহণ ধর্মঘটে রাস্তা থেকে গায়েব বেসরকারি বাস, নাজেহাল নিত্যযাত্রীরা
এই নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার নিম্নচাপের দৌলতে সক্রিয় হল মৌসুমি বায়ু। গত ৩০ জুলাই থেকে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের দৌলতে ব্যাপক বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। ৩০ জুলাই পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ১০৮ মিমি বৃষ্টি হয়েছে। ১ জুলাই দমদমে ১০৭ মিমি বৃষ্টি হয়েছিল। গত কাল বাঁকুড়ায় ৩৫৩ মিমি বৃষ্টি হয়েছে।