উত্তপ্ত পাহাড়, একাধিক জায়গায় আগুন লাগানোর অভিযোগ মোর্চার বিরুদ্ধে

পাহাড়ে মোর্চার ডাকে অনির্দিষ্টকালের বনধের আজ দ্বিতীয় দিন। আজও থমথমে পাহাড় । গতকাল বনধ ঘোষণার পর থেকেই বন্ধ হয়ে যায় একের পর এক দোকানপাট। আজও সকালে কোনও দোকানপাটই খোলেনি। বেশ কিছু জায়গায় বন্ধ এটিএমও। পর্যটকেরা বেশিরভাগই ফিরে এসেছেন। যাঁরা থেকে গিয়েছেন, তাঁরা ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। পাহাড়ে পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন তাঁরা। অশান্তির জেরে তাঁরা আতঙ্কিত। গতকাল পাতলেবাসায় মোর্চার সদর দফতরে পুলিসি অভিযানের পরই উত্তপ্ত হয়ে ওঠে পাহাড়ের পরিস্থিতি।

Updated By: Jun 16, 2017, 08:49 AM IST
উত্তপ্ত পাহাড়, একাধিক জায়গায় আগুন লাগানোর অভিযোগ মোর্চার বিরুদ্ধে

ওয়েব ডেস্ক: পাহাড়ে মোর্চার ডাকে অনির্দিষ্টকালের বনধের আজ দ্বিতীয় দিন। আজও থমথমে পাহাড় । গতকাল বনধ ঘোষণার পর থেকেই বন্ধ হয়ে যায় একের পর এক দোকানপাট। আজও সকালে কোনও দোকানপাটই খোলেনি। বেশ কিছু জায়গায় বন্ধ এটিএমও। পর্যটকেরা বেশিরভাগই ফিরে এসেছেন। যাঁরা থেকে গিয়েছেন, তাঁরা ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। পাহাড়ে পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন তাঁরা। অশান্তির জেরে তাঁরা আতঙ্কিত। গতকাল পাতলেবাসায় মোর্চার সদর দফতরে পুলিসি অভিযানের পরই উত্তপ্ত হয়ে ওঠে পাহাড়ের পরিস্থিতি।

উত্তপ্ত পাহাড়। একাধিক জায়গায় আগুন লাগানোর অভিযোগ উঠছে মোর্চার বিরুদ্ধে। গত রাতে লোধামায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হামলা হয়। ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেওয়া হয়। অন্যদিকে রিমরিকেও বিদ্যুত্‍ দফতরেও আগুন লাগানো হয়। আগুন লাগানো হয় গয়াবাড়ি স্টেশনেও। মোর্চার পাল্টা দাবি, ভাঙচুর বা আগুন লাগানোর ঘটনায় তাঁরা যুক্ত নন। তাঁরা গণতান্ত্রিক আন্দোলন করছেন, চক্রান্ত করে এ ধরনের ঘটনায় তাঁদের নাম জড়ানো হচ্ছে।

জানেন ‘বাহুবলী ২’-তে অভিনয় করার পর কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন প্রভাস?

এবার আশা ভোঁসলের মোমের মুর্তি বসতে চলেছে মাদাম তুঁসো মিউজিয়ামে

.