Primary School: বন্ধের মুখে তিনশোরও বেশি প্রাথমিক স্কুল! উদ্বেগে অভিভাবকরা

স্কুলগুলিতে ছাত্রসংখ্যা তিরিশেরও কম!  কোনও কোনও স্কুলে আবার পড়ুয়াদের থেকে শিক্ষকের সংখ্যা বেশি!

Updated By: Mar 1, 2023, 08:41 PM IST
Primary School: বন্ধের মুখে তিনশোরও বেশি প্রাথমিক স্কুল! উদ্বেগে অভিভাবকরা

প্রসেনজিৎ মালাকার: ছাত্র কোথায়? বীরভূমে সাড়ে তিনশোর বেশি প্রাথমিক স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর! সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট দেখে দুশ্চিন্তায় অভিভাবকরা।

বীরভূমে সাড়ে তিনশোর বেশি স্কুলে ছাত্রসংখ্যা তিরিশেরও কম! কোনও কোনও স্কুলে আবার পড়ুয়াদের থেকে শিক্ষকের সংখ্যা বেশি! গত কয়েক দিন ধরে এমনই তথ্য পোস্ট করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে স্কুলের তালিকাও! অভিভাবকদের একাংশের বক্তব্য়, জেলায় সরকারি প্রাথমিক স্কুল যদি বন্ধ হয়ে যায়, তাহলে ছেলেমেয়েদের কোথায় পড়াবেন? আবার মাঝপথে পড়াশোনা থমকে গেলে সমস্যায় পড়বে পড়ুয়ারাও। 

তাহলে? সোশ্যাল মিডিয়ায় তথ্য ও স্কুলের তালিকার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক জানিয়েছেন, 'উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা স্ক্রুটিনি করছি। দেখা যাচ্ছে, অনেক স্কুলেই ছাত্রের সংখ্যা তিরিশের কম। কোনও কোনও স্কুলে খাতায়-কলমে পঞ্চাশের কাছাকাছি পড়ুয়া থাকলে, তেমনভাবে কেউ স্কুলে আসে না। তালিকা তৈরি করে পাঠিয়ে দেব'।

আরও পড়ুন: Shantiniketan Basanta Utsav: এ বছরও হচ্ছে না বসন্ত উত্‍সব! পরিবর্তে বসন্ত বন্দনার আয়োজন বিশ্বভারতীতে

স্কুলগুলি কি বন্ধ হয়ে যাবে? জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বলেন, 'এখনই স্কুল বন্ধ করার সিদ্ধান্ত আমাদের জানানো হয়নি। তবে, সত্য়িই যদি সাড়ে তিনশোরও বেশি স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা এত কম হয়, তাহলে এর কারণ কি? সেটা দেখা প্রয়োজন'।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.