মুকুলের উত্থানে চাকরি হারাবার ভয় বিজেপি নেতাদের!
মুকুলকে মেনে নেওয়ার জন্য বারবার নির্দেশ। এবার তাই মুকুল প্রসঙ্গ গিলতে শুরু করেছেন রাজ্য বিজেপি নেতাদের একাংশ।
নিজস্ব প্রতিবেদন: না গিলতে পারছেন, না ওগরাতে। এখন মুকুল রায়কে নিয়ে এই অবস্থা দিলীপ ঘোষেদের। মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর আলটপকা মন্তব্য করে দূরত্বটা বজায় রাখতে চেয়েছিলেন রাজ্য বিজেপির নেতাদের একাংশ। কিন্তু ওপর মহলের ধমকে এখন সব কিছু গিলেই থাকতে হচ্ছে দিলীপ ঘোষেদের।
আরও পড়ুন- অভিষেক 'বাচ্চা ছেলে'! ভারতের যেকোনও আদালতে যেতে প্রস্তুত মুকুল
কখনও খিচুরির ঘি বলে দিয়েছেন সরাসরি। আবার কখনও সম্ভবত গুরুত্ব হারানোর ভয়ে মুকুল রায়কে দিল্লিতেই সীমাবদ্ধ রাখতে চেয়েছেন দিলীপ ঘোষেরা। বিজেপির অন্দরের খবর, মুকুল মাথায় বসায় মুরলীধর সেন স্ট্রিটে গেল গেল রব। চাকরি হারানোর ভয়টা নাকি তাড়া করে বেড়াচ্ছে বিজেপি নেতাদের। তাই এরকম মন্তব্য। এরপরই ধমক। ওপর মহল থেকে ধমকের পর ধমক। মুকুলকে মেনে নেওয়ার জন্য বারবার নির্দেশ। এবার তাই মুকুল প্রসঙ্গ গিলতে শুরু করেছেন রাজ্য বিজেপি নেতাদের একাংশ।
আরও পড়ুন- 'অভিযোগ প্রমাণ করুন, নাহলে বাংলা ছাড়ুন', মুকুলকে চ্যালেঞ্জ অভিষেকের
তবে আশঙ্কা থাকছেই। কী হয় কী হয়। বহু পদাধিকারীই কী পদ হারাবেন? এ প্রশ্নটাই বড় হয়ে উঠছে।