রাহুল না মুকুল, কে সেকেন্ড ইন কম্যান্ড? জোর চর্চা রাজ্য বিজেপিতে

Updated By: Nov 7, 2017, 01:25 PM IST
রাহুল না মুকুল, কে সেকেন্ড ইন কম্যান্ড? জোর চর্চা রাজ্য বিজেপিতে

নিজস্ব প্রতিবেদন: রাজ্য বিজেপিতে আত্মপ্রকাশের পরদিনই দলীয় পোস্টারে অভিষেক হল মুকুলের। ১০ নভেম্বর রাসমণি রোডে বিজেপির সমাবেশের পোস্টারে ঠাঁই পেলেন মুকুল রায়। উল্লেখযোগ্যভাবে পোস্টারে গরহাজির দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। আর এতেই দলের মধ্যে শুরু হয়েছে নতুন বিতর্ক। কে রাজ্য বিজেপির সেকেন্ড ইন কম্যান্ড? মুকুলের যোগদানের পর এই বিতর্কেই সরগরম গেরুয়া শিবির। 

দিল্লিতে বিজেপিতে যোগদানের পর সোমবার কলকাতায় ফেরেন মুকুল রায়। ঢাক ঢোল বাজিয়ে তাঁকে অভ্যর্থনা জানান বিজেপি কর্মীরা। বিমানবন্দর থেকে দলীয় কার্যালয়, সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। দেখা যায়নি শুধু রাহুল সিনহাকে। বিজেপি দফতরে সাংবাদিক বৈঠকে রাজ্যে দিলীপ ঘোষকে নিজের অধিনায়ক বলে ঘোষণা করেন মুকুল। পরদিন সকালেই প্রকাশ্যে আসে এই পোস্টার।

পোস্টারে দেখা যাচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, নরেন্দ্র মোদী, অমিত শাহের মতো বিজেপির কেন্দ্রীয় নেতাদের ছবি। রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীও। রয়েছেন এরাজ্যে বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গী। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। পোস্টারের ডান দিকের নীচের কোণে রয়েছে মুকুল রায়ের ছবি। নেই শুধু প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি রাহুল সিনহা। 

রাজনৈতিক মহলের মতে, দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতির পদে বসার পর থেকে ক্রমশ প্রাসঙ্গিকতা কমেছে রাহুলের। মুকুলের আগমনে রাজ্য বিজেপিতে রাহুলের প্রভাব আরও কমবে বলে আশঙ্কা করছে রাহুলপন্থীরা। তৃণমূলের কটাক্ষ, রাজ্যে যেমন দ্বিতীয় হওয়ার লড়াই চালাচ্ছে বিজেপি তেমনই রাজ্য বিজেপিতের অভ্যন্তরেও শুরু হল দ্বিতীয় হওয়ার লড়াই। 

 

.