TMC পর্যুদস্ত হবে, মুখ ফস্কালেন 'বিজেপি বিধায়ক' Mukul

শুক্রবার সকালে কৃষ্ণনগর যান মুকুল রায় (Mukul Roy)। 

Updated By: Aug 6, 2021, 09:51 PM IST
TMC পর্যুদস্ত হবে, মুখ ফস্কালেন 'বিজেপি বিধায়ক' Mukul

নিজস্ব প্রতিবেদন: সেই ১১ জুন 'নিজের ঘরে' ফিরে গিয়েছেন। মাঝে ক'টা বছর কাটিয়েছিলেন গেরুয়া শিবিরে। বিধানসভা ভোটে জিতে বিজেপি বিধায়কও হয়েছেন। সেই মুকুল রায়ই (Mukul Roy) কৃষ্ণনগরে গিয়ে বললেন,'তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হবে।'

শুক্রবার সকালে কৃষ্ণনগর যান মুকুল রায় (Mukul Roy)। পুরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন। রাজ্যে উপনির্বাচন চেয়ে নির্বাচন কমিশনকে তাগাদা দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। এনিয়ে প্রশ্নে মুকুল (Mukul Roy) বলেন,'উপনির্বাচন হোক। উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে পারি যে তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হবে। এখানে কৃষ্ণনগরে ভারতীয় জনতা পার্টি নিজেকে স্বমহিমায় প্রতিষ্ঠা করবে।' এখানেই থামেননি মুকুল। তিনি বলে চলেন,'ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস হেরে যাবে।' 

তখন পাশ থেকে তাঁর ভুল শুধরে দিচ্ছেন তৃণমূল কর্মীরা। গোলমাল টের পেয়েই দ্রুত শুধরে মুকুল (Mukul Roy) বলেন,'তৃণমূল হেরে যাবে মানে নিজস্বগুণে নিজেকে প্রতিষ্ঠা করবে। ত্রিপুরায় বিজেপির অস্তিত্ব থাকবে না। ভারতীয় জনতা পার্টি হারবে।'   

বিধানসভা ভোটে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর থেকে জিতেছেন মুকুল। ভোটের পর তৃণমূলে ফিরে যান। তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের জন্য স্পিকারের কাছে আবেদন করেছে বিজেপির পরিষদীয় দল। এনিয়ে টানাপোড়েনের মাঝে পিএসি চেয়ারম্যান করা হয় মুকুলকে। তাঁর বিধায়ক পদ খারিজের জন্য আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

আরও পড়ুন- TMC: ক্যামাক স্ট্রিটে Abhishek-র দরবারে Rajib, শীঘ্রই ফুলবদল?

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.