৭৫ শতাংশ-ই কাটমানিতে! কাজ কীভাবে হবে? বেঁফাস ওসির মন্তব্যে বিতর্ক

'আপনার শেওরা অঞ্চলের কনট্রাকটর শেওরা অঞ্চলে কাজ করবে। বড়ঞা অঞ্চলের কনট্রাকটর বড়ঞা অঞ্চলে কাজ করবে। প্রত্যেকটা অঞ্চলের কনট্রাকটর আপন আপন এলাকায় দম থাকলে ওখানে করবে।'

Updated By: Oct 27, 2022, 11:04 AM IST
৭৫ শতাংশ-ই কাটমানিতে! কাজ কীভাবে হবে? বেঁফাস ওসির মন্তব্যে বিতর্ক
নিজস্ব চিত্র

সোমা মাইতি: কাটমানি নিয়ে বেফাঁস ওসি। কাটমানি নিয়ে বিতর্কিত মন্তব্য় মুর্শিদাবাদের বড়ঞা থানার ওসির। আর তাতেই ছড়িয়েছে বিতর্ক। বড়ঞা থানার ওসি সন্দীপ সেন বলেন, গ্রামের উন্নয়নে ঠিকাদারকে প্রথমে টাকা দিতে হয়। টাকা দেওয়ার পর কীভাবে কাজ হবে, বুঝুন! কালীপুজোর অনুষ্ঠানে এসেই ওসির এই মন্তব্য। বিতর্কিত এই মন্তব্য ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে। 

ওসিকে বলতে শোনা যায়, '১০০ টাকায় ৪০ টাকা লস করে রাস্তা তৈরি করবে। নিজে খাবে ২০ টাকা। হল কত? ৬০। ব্লক অফিসে ৪ শতাংশ দেবে। হল ৬৪। আগের ওসিদের কত দিত? ৫%! হল ৬৯। আরও কাউকে দেবে আরও ৫%। আমি ৭৫ ধরলাম। ২৫ টাকায় আপনার শেওরা অঞ্চলে কী ঘণ্টা কাজ হবে! আপনি বুঝে নিন। এটা বন্ধ করে দিয়েছি। পেটের খিদে বন্ধ হয়ে যাবে। কাজ বুঝে নেবেন। আপনার শেওরা অঞ্চলের কনট্রাকটর শেওরা অঞ্চলে কাজ করবে। বড়ঞা অঞ্চলের কনট্রাকটর বড়ঞা অঞ্চলে কাজ করবে। প্রত্যেকটা অঞ্চলের কনট্রাকটর আপন আপন এলাকায় দম থাকলে ওখানে করবে।'

আরও পড়ুন, Suvendu Adhikari: প্রাক্তন কাউন্সিলর স্বপন দাসের পায়ে ধরতে বাধ্য করব পুলিসকে, হুশিয়ারি শুভেন্দুর

ওসি সন্দীপ সেনের এহেন মন্তব্যের পরই বিতর্ক দেখা দিয়েছে। সরগরম রাজ্য-রাজনীতি। ওসির এই মন্তব্যকে হাতিয়ার করে শাসকদলকে ইতিমধ্যেই বিঁধতে শুরু করেছে বিরোধীরা। অন্যদিকে এপ্রসঙ্গে প্রাক্তন পুলিসকর্তা সত্যজিৎ বন্দোপাধ্য়ায় বলেন, একজন সরকারি আধিকারিক হিসেবে উর্দি পরে মঞ্চে দাঁড়িয়ে এধরনের কথা বলা উচিত হয়নি ওসির। কারণ, উর্দি পরে এধরনের কথা বলার পর তিনি কি তা প্রমাণ করতে পারবেন? তা নাহলে তাঁর বিরুদ্ধে মামলাও হতে পারে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.