GI Tag: উৎপাদনে রাজ্যের অধিকার, জিআই ট্যাগিং-এর জন্য জেলাস্তরে কমিটি গঠন করল নবান্ন

মূলত জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে খোঁজ নিয়ে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কিছু পাওয়া গেলে তার জিআই ট্যাগিং-এর জন্য উদ্যোগ নিতে হবে বলে জানা গেছে। 

Updated By: Jun 3, 2022, 06:00 PM IST
GI Tag: উৎপাদনে রাজ্যের অধিকার, জিআই ট্যাগিং-এর জন্য জেলাস্তরে কমিটি গঠন করল নবান্ন

নিজস্ব প্রতিবেদন: রাজ্যের উৎপাদনে রাজ্যের অধিকার। জিআই ট্যাগিং-এর জন্য জেলাস্তরে কমিটি গঠন করল নবান্ন।

রসগোল্লা কার তাই নিয়ে একসময় বাংলা এবং উড়িষ্যার মধ্যে রীতিমতো লড়াই বেঁধে যায়। শেষ পর্যন্ত অবশ্য সেই লড়াইতে শেষ হাসি হাসে বাংলা। বাংলায় এমন অনেক জিনিস আছে যা শুধুমাত্র বাংলাতেই পাওয়া যায়। এবার সেই সব জিনিসের যাতে জিআই ট্যাগিং (ভূতাত্ত্বিক সনাক্তকরণ) করা যায় তার জন্য জেলাস্তরেও কমিটি গঠন করা হল রাজ্য সরকারের তরফে।

গত মঙ্গলবার বাঁকুড়ার প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাশাসকের কাছে জানতে চান বাঁকুড়ার বিখ্যাত 'ডোকরা' শিল্পের জিআই ট্যাগিং করা হয়েছে কী না। সেই সময় মুখ্যমন্ত্রীকে জানানো হয় 'ডোকরা' শিল্পের জিআই ট্যাগিং করানো হয়েছে। তখন মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যের বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ জিনিসগুলির জিআই ট্যাগিং করানোর উদ্যোগ নিতে হবে। 

মুখ্যমন্ত্রীর জানান বাংলার বিভিন্ন জেলা এবং গ্রামে এমন অনেক জিনিস আছে যা বিশ্বে আর কোথাও নেই। এইসব জিনিসের জিআই ট্যাগিং করানো হলে এবং বিশ্ব বাজারে তা বিক্রির ব্যবস্থা করা গেলে রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্পের সঙ্গে জড়িত মানুষ আর্থিকভাবে লাভবান হবেন বলেও জানান তিনি।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পশ্চিমবঙ্গ বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। অর্ডার অনুযায়ী প্রতিটি জেলার জেলাশাসককে শীর্ষে রেখে ২১ সদস্যের একটি কমিটি তৈরি করা হয়েছে। প্রতিটা জেলায় এই কমিটি কাজ করবে বলে জানা গেছে।

আরও পড়ুন: Mamata In Singur: 'শিল্প এবং কৃষি একসঙ্গে এগিয়ে চলবে', সিঙ্গুরে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মূলত জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে খোঁজ নিয়ে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কিছু পাওয়া গেলে তার জিআই ট্যাগিং-এর জন্য উদ্যোগ নিতে হবে বলে জানা গেছে। 

প্রসঙ্গত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং চা (২০০৪), লক্ষণভোগ, হিমসাগর, ফজলি আম(২০০৮), নক্সী কাঁথা ও শান্তিনিকেতন এর চামড়ার তৈরি জিনিস (২০০৮), ২০০৯ সালে শান্তিপুরী শাড়ি, ২০১২ সালে বালুচরি ও ধনেখালির শাড়ি, জয়নগরের মোয়া (২০১৫), ২০১৭ সালে বর্ধমানের সীতাভোগ ও মিহিদানা, ২০১৭ সালেই তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ চাল, রসগোল্লা (২০১৭), ২০১৮ সালে বাঁকুড়ার টেরাকোটা ও ডোকরা শিল্প, ২০২১ সালে দার্জিলিং পাহাড়ের অন্যতম বিখ্যাত ডাল্লে লঙ্কা জিআই ট্যাগ (ভূতাত্ত্বিক সনাক্তকরণ) পেয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.