লাদাখে ভারতীয় সেনাদের ওপর চিনের বর্বরতার প্রতিবাদ, ফুঁসছে নন্দীগ্রাম

পোস্টার হাতে স্লোগানও দিতে থাকেন নন্দীগ্রামের মানুষ। নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভেকুটিয়া অঞ্চলের শ্রীহরি মোড় এলাকায় মূল সড়কের ওপর এই বিক্ষোভে সামিল হন শতাধিক মানুষ। 

Updated By: Jun 17, 2020, 05:09 PM IST
লাদাখে ভারতীয় সেনাদের ওপর চিনের বর্বরতার প্রতিবাদ, ফুঁসছে নন্দীগ্রাম

নিজস্ব প্রতিবেদন: লাদাখে ভারতীয় সেনাদের ওপর চিনা সৈন্যদের বর্বরতার বিরুদ্ধে গর্জে উঠল নন্দীগ্রাম। টায়ারের মধ্যে চিনা প্রোডাক্ট ফেলে আগুন জ্বালিয়ে চলল বিক্ষোভ, প্রতিবাদ। পোড়ানো হল চিনা টর্চ, ঘড়ি, ব্যাটারি, মোবাইল।

পোস্টার হাতে স্লোগানও দিতে থাকেন নন্দীগ্রামের মানুষ। নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভেকুটিয়া অঞ্চলের শ্রীহরি মোড় এলাকায় মূল সড়কের ওপর এই বিক্ষোভে সামিল হন শতাধিক মানুষ।  জানা গিয়েছে, এটা সবে প্রথমিক পর্যায়ে রয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই বড়োসড় আন্দ্যোলনে নামবে নন্দীগ্রামের মানুষ।
প্রায় ঘণ্টাখানেক পথ অবরোধ করে চলে বিক্ষোভ।  দেশবাসীর কাছে চিনা দ্রব্য বর্জনের ডাক দিয়েছেন নন্দীগ্রামের মানুষ।
আরও পড়ুন :  ভারত-চিন সীমান্ত নিয়ে গভীর রাতে হেভিওয়েট মন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
এদিকে, লাদাখে গালোয়ান উপত্যকায় চিন-ভারত সংঘর্ষ নিয়ে গতকাল রাত্রে আলোচনায় বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চার হেভিওয়েট মন্ত্রী। ক্যাবিনেট মিটিংয়ে ছিলেন ভারতীয় সেনার চিফ জেনারেল এমএম নারাভানে। বুধবার নিয়ন্ত্রণরেখায় চিনের আগ্রাসনের ক্ষেত্রে তা মোকাবিলা করতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিল কেন্দ্র।

.