সপ্তম শ্রেণির ছাত্রীকে ক্লাসরুমে আটকে রেখে শ্লীলতাহানি স্কুল শিক্ষকের

অভিযোগ, এই বিষয়ে বেশ কয়েকবার স্কুলে মিটিং হলেও, কোনও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।

Updated By: Feb 12, 2020, 01:33 PM IST
সপ্তম শ্রেণির ছাত্রীকে ক্লাসরুমে আটকে রেখে শ্লীলতাহানি স্কুল শিক্ষকের

নিজস্ব প্রতিবেদন : স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে।

অভিযোগ, ঘাটালের গুরুদাস নগর হাইস্কুলে গত মঙ্গলবার ঘটনাটি ঘটে। সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ক্লাসরুমের মধ্যে দরজা বন্ধ করে আটকে রাখেন ওই স্কুলেরই শিক্ষক চণ্ডী গড়াই। শ্লীলতাহানি করেন তিনি। প্রথমে ভয়ে ঘটনার কথা চেপে যায় ওই ছাত্রী। পরে দুদিন বাদে বাড়িতে সব কথা খুলে বলে।

মেয়ের মুখে ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনামাত্র-ই স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায় ওই ছাত্রীর পরিবার। কিন্তু অভিযোগ, এই বিষয়ে বেশ কয়েকবার স্কুলে মিটিং হলেও, কোনও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এরপর গতকাল বিকালে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে সরব হন অভিভাবকরা।

আরও পড়ুন, বয়সে ১১ বছরের ছোট যুবকের সঙ্গে পরকীয়া ২ সন্তানের মার, পরিণতি মর্মান্তিক

আরও পড়ুন, ৩০ হাজার টাকার গয়না নিয়ে ঝগড়া, কাকা-কাকিমা মিলে খুন করল ২ বছরের শিশুকে

ঘেরাও করেন স্কুল। অভিযুক্ত শিক্ষককে অবিলম্বে গ্রেফতার করা না হলে, স্কুলে তালা মেরে দেওয়ার হুমকি দেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘাটাল থানার পুলিস। অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে। পরে রাতে ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিস।

.